বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাইবার ক্রাইম ঠেকাতে নতুন সেল করার কথা ভাবছে র‌্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০১৬

cyber-crime-pic20150517123026-400x220
ডেস্ক রিপোর্টঃ

ইন্টারনেট সেবা গ্রহীতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ বেড়েই চলছে। শহরের চেয়ে এখন গ্রামে এই অপরাধ প্রবণতা বেশি। কারণ হঠাৎ করে হাতে কম দামে আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট পেয়ে বেশিরভাগ মানুষ এর অপব্যবহার করছেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি।

অনেকে বুঝে আবার কেউ না বুঝে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকা-ে লিপ্ত হচ্ছেন। অপরাধীর সংখ্যাও দিনেদিনে বেড়ে চলেছে। যা চিহ্নিত করে আইনের আওতায় আনাও চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে ও নজরদারির জন্য আলাদা একটি ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সাম্প্রতিক দেশের বিভিন্নাঞ্চলের প্রত্যন্ত গ্রাম থেকে বেশকিছু নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মোবাইলফোনে ধারণ করা এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। গত সপ্তাহে নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কথিত সোর্স শাহজাহান নামে এক ব্যক্তি ওই এলাকার শাহানারা বেগম নামে এক নারীকে চাঁদার দাবিতে জনসম্মুখে পিটিয়ে গুরুতর আহত করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রামগঞ্জে প্রতিটি মানুষের হাতে মোবাইল আর ইন্টারনেটের কারণে এখন চিত্র ধারণ এবং তা ছড়িয়ে দেওয়া মামুলি ব্যাপার হয়ে গেছে। তাই সাইবার অপরাধ বেড়েই চলছে। আঞ্চলিক থানাগুলোতে এসব অপরাধীদের চিহ্নিত করার মতো প্রযুক্তি নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, তাই তারা ধরাছোঁয়ার বাইরে থাকছে ।

একাধিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সাইবার অপরাধের মোক্ষম অস্ত্র হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আছে ইউটিউব, টুইটার এবং ব্লগও। এসব প্রযুক্তির মাধ্যমে হুমকি, চাঁদাবাজি, জালিয়াতি, মুক্তিপণ, মোবাইল ব্যাংকিং, প্রতারণা যেমন উপহার পাওয়ার কথা বলে টাকা হাতানো, ভয়-ভীতি দেখিয়ে সুবিধা আদায়, জিনের বাদশা পরিচয়ে ধর্মের দোহাই দিয়ে টাকা আদায় ও বিপদে পড়ার কথা বলে আর্থিক সহায়তা চেয়ে ই-মেইল করা, অশালীন কথাবার্তা, সাধারণ ছবি, অন্তরঙ্গ মুহূর্ত ও নগ্ন ছবি-ভিডিও করে ব্ল্যাকমেইল করা, এসব আপত্তিকর ছবিসহ বিশেষ ফোনালাপ প্রচার, পর্নোগ্রাফি তৈরি করে সিডি-ডিভিডির মাধ্যমে বাজারজাত ও ইন্টারনেটে ছড়ানো, বিভিন্ন সংস্থা-ব্যক্তির ওয়েবসাইট হ্যাকিং, ভাইরাস বা সংক্রামক ছড়ানো, ধর্মীয় উসকানি, রাষ্ট্র বিরোধী-মৌলবাদী জঙ্গি প্রচারণা, রাজনৈতিক ও সামাজিক স্ক্যান্ডাল প্রচার ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যঙ্গচিত্র প্রকাশসহ নানাভাবে সাইবার ক্রাইমের বিষ ছড়িয়ে পড়েছে। আবার ভুয়া বা অন্যের নামে ফেসবুক ও ই-মেইল আইডি (একাউন্ট) খুলে অপরাধ কর্মকা- চালাচ্ছে অপরাধীরা।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্রে জানা গেছে, আইসিটি আইন সংশোধন হওয়ার পরে ২০১৩ সালে ২৫টি, ২০১৪ সালে ৬৫টি, ২০১৫ সালে ৬৫টি এবং এ বছর গত ছয়মাসে ২৩টি মামলার আলামত পরীক্ষার জন্য পাঠানো হয় সিআইডির ফরেনসিক ল্যাবে। এর মধ্যে আইসিটি আইনে দায়ের হওয়া মামলাই বেশি। এ সময়ে এসব মামলার মধ্যে আইসিটি আইনে ৬২টি ও পর্নোগ্রাফি আইনে ৩১টি মামলা হয়েছে। এ পর্যন্ত ৪২টি মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে। তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের অপরাধ বেড়ে চলায় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ গত পহেলা বৈশাখে জানিয়েছেন, র‌্যাব সাইবার অপরাধ প্রতিরোধে একটি আলাদা ইউনিট গঠন করবে। যারা শুধু সাইবার অপরাধ নিয়েই কাজ করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি