শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৩০ জুনের মধ্যে ৮ কোটি ডলার ফেরত দেবে ফিলিপাইন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৬

money-back-400x274
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া প্রায় ৮ কোটি ডলার ৩০ জুনের মধ্যে ফেরত দিতে চায় ফিলিপাইন সরকার। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন দেশটির সিনেট প্রেসিডেন্ট ফ্রাঙ্ক লিংক ড্রিলন। সাংবাদিকদের তিনি বলেন, ৩০ জুন ফিলিপাইনের নতুন সরকার দায়িত্ব নেবে। তার আগেই এই অর্থ বাংলাদেশকে বুঝিয়ে দিতে চান তারা। নতুন সরকারের কাঁধে এই বোঝা চাপাতে চাননা তারা। এই ঘটনা আমাদের জন্য একটি জাতীয় লজ্জার ব্যাপার।

প্রেসিডেন্ট বলেন, মামলার কারণে যদি পুরো অর্থ ফেরত দেওয়া সম্ভব নাও হয় তাহলে আংশিক হলেও এই অর্থ ফিরিয়ে দিতে চান তারা। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া ৮ কোটি ডলার ফিলিপাইনে যাওয়ার বিষয়ে দেশটির সিনেটে শুনানি চলছে। এরই মধ্যে অর্থ ফেরত নিয়ে এ ধরনের মন্তব্য করল ওই কমিটির প্রেসিডেন্ট।

ফিলিপাইনের ৯০ শতাংশ ক্যাথলিক সম্প্রদায়ের লোক। তারা মনে করেন অন্যের টাকা বা অন্যের জিনিস চুরি করা গর্হিত কাজ। এই গর্হিত কাজটি যখন দেশে হয়েছে, রাষ্ট্রীয়ভাবে হয়েছে তখন রাষ্ট্রকে এর দায়-দায়িত্ব নিতে হবে। এ কারণে সিনেটের প্রেসিডেন্ট বলেছেন যে কোনও ভাবে তাদের মেয়াদকালে টাকাটা ফেরত দিবেন।

কিন্তু এর মধ্যে যদি কোন আইনগত জটিলতা দেখা দেয় এবং পুরো টাকা ফেরত দেয়া সম্ভব না হয় তাহলে এ পর্যন্ত ১০ লাখ ডলার কিম অং ফেরত দিয়েছেন। এই টাকাটা বাংলাদেশকে দ্রুত  সময়ের মধ্যে ফেরত দিতে চান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি