শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে অপহরনের পর বিএনপি প্রার্থীর আ’লীগে যোগদান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৬

bnp candidates joined awl-mp

স্টাফ করেসপন্ডেন্ট ঃ

কুমিল্লা আর্দশ সদরের জগন্নাথপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী মাহবুব আলম মাহবুব অপহরনের ২ ঘন্টা পর ফেরত এসে আ’লীগে যোগদান করেছেন।

শুক্রবার (২২ এপ্রিল) জুম্মার নামাযের পর বিএনপির প্রার্থীর বাড়ি থেকে তাকে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। বিকেল ৪ টার দিকে বিএনপি প্রার্থীকে পুনরায় বাড়িতে এনে ফেরত দিয়ে যায় দুর্বৃত্তরা। এরপরই রাত সাড়ে ৭ টায় সদর এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ফুলের নৌকা উপহার দিয়ে আ’লীগে যোগদান করেন বিএনপি প্রার্থী মাহবুব।

স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের বারাপাড়া গ্রাম থেকে বিএনপি প্রার্থী মাহবুব আলমকে বাড়ি থেকে একটি মাইক্রোবাসে করে অপহরনের ২ ঘন্টা পর পুনরায় আবার বাড়িতে এনে ফেরত দিয়ে যায় দুর্বৃত্তরা। বিকেলে জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেওয়ার সময় স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বিএনপি প্রার্থী। এক সময় স্থানীয় ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা তাকে মারধরের চেষ্টা করে।

পরে খবর পেয়ে ইউনিয়ন আ’লীগ প্রার্থী মামুনুর রশীদ মামুন ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রার্থীর নিরাপত্তায় তার বাড়ির সামনে এসে অবস্থান করে। এ সময় পুলিশের একটি গাড়িকে ওই বাড়ির সামনে অবস্থান করতে দেখা যায়।

awl -leader stay-3

সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আ’লীগের প্রার্থী মামুনুর রশীদ মামুন ও ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে বিএনপি প্রার্থী মাহবুব আলমকে নিরাপত্তা দিয়ে কুমিল্লা সদর এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসায় নিয়ে যান ।

awl -leader stay-2

সেখানে এমপি বাহারের হাতে ফুলের তোড়া দিয়ে নির্বাচন থেকে সরে আ’লীগে যোগদান করেন বিএনপি প্রার্থী মাহবুব আলম মাহবুব। এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী মাহবুব আলম মাহবুবের মুঠোফোনে কল দিলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি