শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার সদর ও লাকসামের ১১ ইউনিয়নে প্রায় কেন্দ্রই ভোটার শূন্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৬

kalirbazar union-1
স্টাফ রিপোর্টারঃ
তৃতীয় ধাপে কুমিল্লায় সদর, বুড়িচং এবং লাকসাম উপজেলার ১৮টি ইউনিয়নে নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টা থেকেই কুমিল্লা সদরের ৬টি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রায় ভোটার শূন্য অবস্থা বিরাজ করছে। বিএনপির এজেন্ট ও নেতাকর্মীদেরকেও কোথাও দেখা যায়নি। প্রায় সব কেন্দ্রেই আ’লীগ নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। একই অবস্থা বিরাজ করছে লাকসাম উপজেলার ৫টি ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে।
তবে বুড়িচং উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় কেন্দ্রেই ভোটার উপস্থিতি রয়েছে।

kalirbazar-syedpur govt primary school-1
সরেজমিনে কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিয়াখোলা সরকারি ডিগ্রী কলেজ ও দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই। প্রত্যেকটি বুথেই আ’লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। সেখানে পাওয়া যায়নি বিএনপির কোন এজেন্ট ও নেতাকর্মীদের। আবার কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোট শুরুর পূর্বেই মারধর করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রায় কেন্দ্রেই সাংবাদিকদের প্রবেশে আ’লীগ নেতাকর্মীরা বাধাঁ প্রদান করছেন। পর্যবেক্ষকদের উপস্থিতি টের পেলেই নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের ভোটার সারিতে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কয়েকটি কেন্দ্রে ১৫/২০ জন মহিলা ভোটার দেখা গেছে। পর্যবেক্ষক আসলে তাদেরকে ভোটার সারিতে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বলে জানা যায়। প্রায় কেন্দ্রেই ভোটার না থাকলেও ভোট শুরুর দেড় ঘন্টার মধ্যে প্রায় অর্ধেক ভোট প্রয়োগ হয়ে গেছে বলে বিভিন্ন সূত্র জানায়।
সদরের জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজগড্ডা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থীদের মধ্যে কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
কুমিল্লা সদরের মত অবস্থা বিরাজ করছে লাকসামের ৫টি ইউনিয়নে । প্রায় কেন্দ্রগুলো ভোটার শূন্য । নৌকা প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকের কোন এজেন্ট, প্রার্থী ও সমর্থকদের দেখা যায়নি। প্রায় সব কেন্দ্রেই আ’লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রনে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর ও লাকসামের বিভিন্ন ইউনিয়নে নৌকা ব্যতিত অন্য প্রতীকের প্রার্থীদের নির্বাচনের পূর্বেই নির্বাচন থেকে সরিয়ে দেয়া হয়েছে। যে কয়েকটি ইউনিয়নে অন্য প্রতীকের প্রার্থী রয়েছে তারা ভয়ে-আতংকে কেন্দ্রে আসতে পারেনি। নানা হুমকি-ধমকিতে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসতে চায় না। আর যারা আসছে তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। প্রায় সবকেন্দ্রের বাইরেই বহিরাগত ও আ’লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকায় অন্য প্রার্থী ও সাধারণ ভোটারদের দেখা যায়নি। আর প্রায় কেন্দ্রেই ভোট শুরুর আগেই বিভিন্ন প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, কুমিল্লার ৩ উপজেলার ২১৮ টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৫৮ হাজার ২২৩ জন ভোটার তাদের ইউপি নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করছে। ইউপি নির্বাচনে কুমিল্লা সদরে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন, সদস্য পদে ২১১ এবং সংরক্ষিত সদস্য পদে ৫০ জন লড়াই করছে। বুড়িচং উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪, সদস্য পদে ২১০ এবং সংরক্ষিত সদস্য পদে ৫০ জন। লাকসাম উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান ১৪ জন, সদস্য পদে ১০৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৫ জন লড়াই করছেন।
অতিরিক্ত নিরাপত্তার জন্য কুমিল্লা সদর উপজেলায় ২ প্লাটুন, লাকসামে ২ প্লাটুন এবং বুড়িচংয়ে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া ভ্রাম্যমান আদালত নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা রয়েছেন বিভিন্ন নির্বাচনী এলাকায়।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি