রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হোমনায় পুরাতন গ্রেনেডের বিকট শব্দে অর্ধ শতাধিক স্কুল ছাত্রী আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৬

homna student injured-2

উৎপল কুমার ভৌমিক,হোমনা ঃ
কুমিল্লার হোমনায় উদ্ধারকৃত পুরাতন গ্রেনেড ধ্বংস করার সময় বিকট শব্দে আতংকিত হয়ে প্রায় অর্ধশতাধিক স্কুল ছাত্রী আহত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

আহত ২৯ জনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের মার্চ মাসে উপজেলার রামকৃষ্ণপুর কে.কে.আর.কে উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণকালে মাটির নিচ থেকে অব্যবহৃত সাতটি গ্রেনেড উদ্ধার করে হোমনা থানা পুলিশ।

homna-student injured-1

আজ দুপুরের দিকে মেজর মেশকাত তানিয়ার নেতৃত্বে সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়কারী একটি দল থানার নিকটে বিদ্যালয়ের পাশে গ্রেনেডটি নিস্ত্রিয় করার সময় এর বিকট শব্দে বিদ্যালয়ের ভবন কেপে উঠে। এ সময় স্কুলের ছাত্রীরা ভয়ে আতংকিত হয়ে শ্রেণিকক্ষ থেকে দ্রুত বের হতে গিয়ে লাফিয়ে পড়ে অনেকে আহত হয়। পরে শিক্ষার্থীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জনকে ভর্তি করা হয়, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ক্লাশ করার সময় হঠাৎ বিকট শব্দে আমাদের স্কুল ভবন কেপে উঠে। ভূমিকম্প হয়েছে মনে করে আমরা দ্রুত বের হওয়ার সময় লাফিয়ে পড়ে অনেকে আহত হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মো.মালেক হোসাইন জানান, স্কুলের নিকটে বোমার বিস্ফোরণ ঘটানোর বিষয়ে আমাদেরকে অবহিত করা হয়নি। বুধবার দুপুরে ক্লাশ চলাকালীন সময় হঠাৎ বিকট শব্দে ভবন কেপে উঠলে ছাত্রীরা আতংকিত হয়ে রুম থেকে বের হওয়ার সময় দোতালা থেকে নামতে গিয়ে অনেক শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনার খবর শুনে শিক্ষার্থীদের অভিভাবক, হোমনা উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম, পৌর মেয়র এ্যাড.নজরুল ইসলামসহ আরো অনেকে হাসপাতালে ছুটে যান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল ফয়সল জানান, থানার পাশে তিতাস নদীর তীরে বালির মধ্যে পুরাতন গ্রেনেড ধ্বংস করার সময় বিকট শব্দে স্কুলের শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়েছে। কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম জানান, বিস্ফোরণের পূর্বে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করলেই এধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি