বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


নরওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

ccc-400x266

ডেস্ক রিপোর্ট :

নরওয়ের বেরগেন শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন। নিহতদের মধ্যে ১১ জন নরওয়েজীয়, একজন ব্রিটিশ ও অন্যজন ইতালীয়। বিধ্বস্ত হেলিকপ্টারটি গুলফ্যাকস তেল ক্ষেত্র থেকে বেরগেনে যাচ্ছিল। জানা গেছে, সুপার পুমা মডেলের বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
কর্মকর্তারা টেলিভিশনকে বলেছেন, বিধ্বস্ত স্থান থেকে দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, বিধ্বস্তের পর উদ্ধার অভিযান শুরু হলেও কয়েক ঘণ্টা পর তা সমাপ্ত ঘোষণা করা হয়। নরওয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হেলিকপ্টার উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে, ব্রিটিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সুপার পুমা হেলিকপ্টারের বাণিজ্যিক ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখছে। এ কারণে তেল ও গ্যাস শ্রমিকদের বহন করতে পারবে না। তবে অন্য উদ্দেশ্যে এটা ব্যবহার করা হবে।
নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ বলেন, বিধ্বস্তের খবর ভয়াবহ। এ ঘটনার পর রাজা হেরাল্ড ও রানি সোনিয়া সুইডেন সফর বাতিল করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি