এশিয়ার প্রযুক্তি মোগল জাপান ভারত থেকে ৪০ হাজার প্রকৌশলী নেবে। সম্প্রতি জাপানের এক প্রতিনিধি দল ভারতের কর্নাটকের বিভেসভারায়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সফরের পরে এ কথা জানায়।
ভারতের কর্নাটকের বিভেসভারায়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এশিয়ার নামকরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। প্রশ্ন ফাঁস ঠেকাতে এ বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে থাকে। অনলাইনে প্রশ্ন দেওয়া বিষয়টি এখন শুধু ভারতই নয়, জাপানের প্রযুক্তিবিদদেরও আকৃষ্ট করেছে। জাপান প্রতিনিধি দল অনলাইনে প্রশ্ন দেওয়ার পদ্ধতিও যাচাই করেছে এবং এ পদ্ধতি জাপানেও বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
কর্নাটকের এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর এইচ জি শেখরাপ্পা বলেন, ‘বছরে বিভিন্ন প্রোগ্রামের ৬ হাজারের মত পরীক্ষা অনুষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়ে। গত ৩ বছর ধরে আমরা অনলাইনে প্রশ্ন বিতরনের যে পদ্ধতি প্রচলিত রেখেছে তা কোন সমস্যা ছাড়াই নির্বিঘেœ কাজ করে যাচ্ছে।’ জাপানের ১০ সদস্যদের প্রতিনিধি দলও এ পদ্ধতিতে মুগ্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জাপান সরকার কর্নাটক থেকেই ৪০ হাজার প্রকৌশলী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।’
জাপান সরকার ভারতীয় বাছাইকৃত প্রকৌশলীদের ১ বছরের একটি প্রশিক্ষকের ব্যবস্থা করবে এবং তারপরেই বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করবেন তারা। ভারতের শিক্ষামন্ত্রীও বিষয়টিকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে যেকোন সহায়তা দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন।