বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বায়োমেট্রিকে ৩৫৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

Sim_pic20160430122759
ডেস্ক রিপোর্টঃ

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের নামে গ্রাহকদের কাছ থেকে ৩৬৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রি-টেইলাররা। এ অভিযোগ বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের।

শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।

তিনি অভিযোগ করেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিষয়ে কোনো টাকা নেওয়ার কথা না থাকলেও রি-টেইলাররা গ্রাহকদের কাছ থেকে ২০ টাকা থেকে ৫০ টাকা করে নিচ্ছেন। কোনো কোনো গ্রাহকের কাছ থেকে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে সিম নিবন্ধনের জন্য। এভাবে গ্রাহকদের কাছ থেকে ৩৬৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রি-টেইলাররা। বিশেষ করে গ্রামে-গঞ্জে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

১০ বছর আগে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) গ্রাহকের দেওয়া আঙ্গুলের ছাপের সঙ্গে বর্তমানের আঙ্গুলের ছাপের মিল না থাকায় গ্রাহকদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলেও জানান মহিউদ্দিন আহম্মেদ।

তিনি বলেন,  অনেক গ্রাহক ১০ বছর আগে এনআইডি করেছেন। ১০ বছরে আঙ্গুলের ছাপ পরিবর্তিত হওয়ায় সিম নিবন্ধনে নানা প্রতিবন্ধকতা হচ্ছে। একজনের আঙ্গুলের ছাপ দিয়ে অন্যজনের সিম নিবন্ধিত হয়েছে। মুঠোফোনের গ্রাহক আট কোটি হলেও সিম বা রিমের গ্রাহক ১৩ কোটি ৮৫ লাখ। আজ পর্যন্ত ৬০ শতাংশ গ্রাহক নিবন্ধন করতে পেরেছেন। ৪০ শতাংশ গ্রাহকই এখনো সিম নিবন্ধন করতে পারেননি।

এসব সমস্যার কারণে সংগঠনটির পক্ষ থেকে সিম নিবন্ধনের সময়সীমা বাড়ানোর পাশাপাশি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, গ্রাহকদের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

বাজারে নিম্নমানের হ্যান্ডসেট ও এক্সেসরিজের ছড়াছড়ি থাকলেও বিটিআরসি সে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ তোলেন মহিউদ্দিন আহম্মেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি