বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিরাপত্তার স্বার্থে আর কি কি বায়োমেট্রিক হতে পারে?


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

brain-print-400x298
ডেস্ক রিপোর্টঃ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সর্বাধিক চর্চিত শব্দের নাম বায়োমেট্রিক। পুনরায় সিম নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন হচ্ছে। সেখানে একে একে চারটি আঙ্গুলের ছাপ দিয়ে আপনার সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে হয়। তবে এতে নিরাপত্তা নিশ্চিত হবে কি না সেটা জানতে সময় লাগবে আরও বেশ কিছু দিন। তবে আমরা আশাবাদি হতেই পারি। নিশ্চই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আমরা আসামিকে চিহ্নিত করে দ্রুত ‘ধরে ফেলতে পারবো’। তবে আঙ্গুলের ছাপ এখন অনেক সাধারণ বিষয়। আরেকজনের আঙ্গুলের ছাপ নকল করতে দেখা গেছে হলিউডি সিনেমাতে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে আঙ্গুলের ছাপ থেকেও আরও ভালো কিছু পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। কারণ, আঙ্গুলের ছাপ আপনি সারাদিন সব যায়গাতেই দেন। অনেকেই জানে কাঁচে আঙ্গুল রাখলে আপনার আঙ্গুলের ছাপ নকল করে ফেলা যায়! এই সমস্যা থেকে বাঁচতে প্রয়োজন আরও কড়া সিকিউরিটি। আমাদের প্রয়োজন আরও কঠিন নিরাপত্তা ব্যবস্থা।

তাই আমাদের আঙ্গুলের বায়োমেট্রিক নিয়েই থেমে গেলে চলবে না। নজর দিতে হবে আরও উচ্চক্ষমতা সম্পন্ন নিরাপত্তার দিকে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা নাগরিক নিরাপত্তা আরও বৃদ্ধি করতে পারি।

মগজের বায়োমেট্রিক : বৈজ্ঞানিকদের মতে মানুষের মগজের প্রিন্ট একেক জনের একেক রকম। এখানে কোনও নকলের ঝামেলা নেই। কারণ আপনার মগজ কেউ দেখতে পায় না। নানান রকম চুলের নিচে শক্ত করোটিতে ঢাকা থাকে বলে সেটির আকারও বুঝা যায় না বাহির থেকে। শক্ত প্রযুক্তি ব্যবহার করেও আপনার মগজের প্রিন্ট নকল করতে পারবে না কেউই। তাই আমাদের উচিত মগজের বায়োমেট্রিক নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা।

সফুট প্রিন্ট বা পায়ের বায়োমেট্রিক: আপনার পায়েরও একটি ইউনিক প্রিন্ট থাকে। সেটিও আপনার জুতায় লুকোনো থাকে। এক্ষেত্রে পায়ের বায়োমেট্রিকও বিবেচনায় আনা যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি