ওমানের ‘আল সাওয়াদি বিচ রিসোর্ট এন্ড স্পা’ ২৭ জন স্টাফ কাজ করতেন। এর মধ্যে বাংলাদেশ, মিশর, মরক্কো, শ্রীলঙ্কা, ভারত, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক রয়েছে। হোটেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। গত তিন মাস ধরে বেতন না পেয়ে টিকে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ২০১৫ সালের নভেম্বর থেকে এই হোটেলের স্টাফদের বেতন দেওয়া হচ্ছে না।
এই হোটেলের একজন সাবেক নির্বাহী কর্মকর্তা জানান, ১৭ মার্চ হোটেলটি বন্ধ হয়ে যায়। হোটেল বন্ধ হওয়ায় আমি অবাক। ১৭ মার্চ থেকে আমরা ভিখারির মতো জীবন অতিবাহিত করছি। ট্রেড ইউনিয়ন এসোসিয়েশনের সহায়তায় তিন মাস বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পরে গত সপ্তাহে বিদ্যুতের পুনঃসংযোগ দেওয়া হয়।
তিনি আরো জানান, অধিকাংশ সময়ই আমরা পানি পাই না। আমরা বাসার বাইরে ফেøারে ঘুমাচ্ছি কারণ বিদ্যুৎ না থাকায় ওই রুমটি অনেক গরম থাকে। এছাড়া মশা, শাপ, নেড়ে কুকুর ও বিশ্চিকও রয়েছে এই এলাকায়। সকাল হওয়ার কিছু আগে যখন তাপমাত্রা কমে তখন ঘুমাই।
ওই হোটেলের একজন স্টাফ জানান, সংশ্লিষ্ট দেশের দূতাবাস, ট্রেড ইউনিয়ন এসোসিয়েশন, সাওয়াদির গ্রামবাসি, জেলে, কৃষক, ওমানের আমাদের সাবেক সহকর্মী ও তাদের পরিবারের সদস্যদের সহায়তায় কিছু খেতে পারছি। স্থানীয়রা আমাদের বিপদজনক অবস্থা দেখে আমাদের মাছ দেয় খাওয়ার জন্য। আমরা খাবারের অভাবে বিচে কাঁকড়াও খুঁজি।
ইন্টারনেটের মাধ্যমে অতিথিরা এখনো বুকিং নিতে চায় এই হোটেলে। আমরা তাদের অন্যত্র যেতে বলি কারণ এখানে কোনো পানি নেই, সুইমিংপুল পানি শূন্য, মাঠ অমসৃন, আর ময়লা আর্বজনা চারদিকে আছে।
আল তাতাওয়ার ডেভলপমেন্টের পরিচালক সৈয়দ আসাদ আলী বলেন, নতুনভাবে এই হোটেলটি চালু করার জন্য কথাবার্তা চলছে। হোটেলটির বোর্ড পার্টনার হওয়ার জন্য আমরা আলোচনা করছি। আগামী তিন চার মাসের মধ্যেই হোটেলটি আরো আধুনিকভাবে চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।