সৌদি আরবের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান ‘বিন লাদেন গ্রুপ’ সম্প্রতি ৫০ হাজার বিদেশি শ্রমিক ছাটাইয়ের ঘোষণা দেয়ার পর মক্কায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোবের এক প্রয্যায় শ্রমিকরা বাসে আগুন লাগায়। ছাটাই কৃতদের মধ্যে বহু বাংলাদেশিও রয়েছে বলে জানা যায়।
চাকরিচ্যুত শ্রমিকদের অন্তত চার মাসের বেতন বাকি রেখে সৌদি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে শ্রমিকেরা। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত সৌদি আরব না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। বেতন পরিশোধের দাবিতে মক্কায় বিন লাদেন কোম্পানির প্রশাসনিক কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা। স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভ কারি শ্রমিকরা অন্তত সাতটি বাসে আগুন দিয়েছে।
আর্থিক সংকটের কারণে বিন লাদেন গ্রুপ গত শুক্রবার তাদের ২৫ শতাংশ শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়। ৪/৫ মাসের বেতন বাকি
রেখেই ৫০ হাজার শ্রমিকের হাতে এ সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে। ‘বিন লাদেন গ্রুপ’ লাদেন পরিবারের মাধ্যমে পরিচালিত হয়।
বিন লাদেন গ্রুপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত। এ প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি শ্রমিকও কাজ করেন।
বিক্ষোভরত শ্রমিকদের বেতন বাকীর বিষয় ও গাডীতে আগুন দেয়ার ব্যাপার সৌদি প্রশাসন তদন্ত করছে বলে বিশেষ সূত্রে জানা যায়।
স্থানীয় দমকল বাহিনী খবর পেলে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।