শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এই বেশ ভাল আছি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৬

12936575_10205168936218104_4319012667569038426_n

নাদির ইসলাম ঃ

কোন কিছুই বদলায়নি,বদলেছে ভাবার্থে ,দিন-বদলের কথা ছিল,চলছে,চলবে শাব্দিক অর্থে।সবকিছু যেমন থাকার কথা তেমনি আছে,তেমনি থাকবে যেমন ছিল।সময় কখনও বদলায়না,মানুষ বদলায়।

আকাশে এখন মেঘ নেই,রোদের উত্তাপ আছে।মেঘ গুলো ধীরে ধীরে অভিমানে দূরে সরে যাচ্ছে,আকাশে ধরেছে ঘুন। প্রকৃতির নীরবতায় বিরক্তইর ছবি ভাসে।মানুষের চোখ থেকে শুধু বড় হওয়ার ক্ষুধা দূশ্যমান। তুমি আমি সবাই দোষী,কেউ আমরা ভাল নয়। ভাল থাকা ভুলে যাচ্ছি অনেক বেশি ভাল থাকার আশায় এবং নেশায়। কেমন যেন? প্রজন্ম হতাশ,হতাশ বাবা -মা,হতাশা দেশ জুড়ে।  সবাই শুধু ছুটছে অনবরত,দিক বিদিক জ্ঞান শুন্যেহিন, কিছু একটা পাওয়ার আশায়। অনেকে ক্লান্তি নিয়ে থেমে গিয়ে হারিয়ে যাচ্ছে,কেউ আবার পেয়ে হারিয়ে ফেলছে।হারিয়ে যাচ্ছে গল্পের বই,বইয়ের পৃষ্ঠার অক্ষর গুলো।হারিয়ে যাচ্ছে প্রজন্মান্তর। চারিদিক তাকালে ব্যস্ত মানুষগুলোর কৃএিম মুখের হাসি,আলোর আড়াল হলেই চোখের সমুদ্র।এরি মাঝে কিছু মানুষ স্বপ্ন দেখে ভাল রাখার,কথা বলে বেঁচে থাকার।

সেই ১৯৫২ সাল থেকে যদি বলি,১৯৭১ ও তার পরবরতী সময়ে দেশের পরিস্থিতি সবসময়ই ভয়াবহ,দেশ তখন থেকে এখনও বসবাসের অযোগ্য হয়েই আছে।মৌলিক চাহিদাই যেখানে পূর্ণতা পায়না সেখানে ডানা মেলা বিলাসীতা।রাজনৈতিক অস্থিরতায় দেশবাসীর স্থিতিশীলতা,দলীয়করনের মনোনয়ন প্রত্যাশায় স্ব শিক্ষায় সুশিক্ষিত আবাল-বৃদ্ব বণীতারা।ডাল,তেল,গ্যাস,বিদ্যুত উধ্বমুখী সমালোচনার বিষয়বস্তুর প্রধান হয়েই আছে।সেই ১৯৫২ থেকে ১৯৭১ এবং ২০১৬ এখনও প্রতিবছরই শীত,গ্রীষ্ম,বর্ষা আসে,কিন্তু অপরিচিত থেকেই যায় যুগ যুগান্তর ধরে,ভয়াবহতার উদাহরণ হয়ে আসে প্রতিবছরই।সুন্দর-শান্তির দেশ শুধুই স্বপ্ন হয়ে ছাপা খানায় স্থান পায় কবি সাহিত্যের লেখনীতে।প্রতিবছরই আমাদের অভিযোগের নতুনত্বতা উওরউওর বৃদ্ধি পাচ্ছে। সব কিছুই মন্দা তখন থেকে এখনও।প্রতিটি বিষয়ে প্রতিটি মানুষের অগাধ দক্ষতার পরিচয়।প্রতিটি বিষয়কে লাভ-লোকসানের খতিয়ানে ফেলে দিয়ে জীবনটাকে হিসাব বিজ্ঞান বানিয়ে ফেলছি।ভাল মন্দের তফাত বুঝার চেয়ে নিজের আখের গুছানোই বুদ্ধিমওার পরিচায়ক। বেকারত্তের অভিশাপ থেকে জাতি তখনও মুক্তি পায়নি,এখনও নয়। চিকিৎসার অভাবে আজও মনুষ্যত্বের হারিয়ে যাওয়া ক্রন্দন শুনি,কিন্তু দেশত এগিয়ে যাচ্ছেরে ভাই,এসব গুজব ক্রন্দনে কান দিতে নেই।আজ অবধি সেই ১৯৫২ থেকে ১৯৭১ এখনও পএ্রিকার পাতা খুলে দেখি খুন,হত্যা,লুট,গুম,ধষর্ন ,কমেনি বরংচ আমাদেরত খুশি হওয়া উচিত উন্নয়নের উদারতায় আমরা উন্নীত,এসব কাজে আমরা অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে আছি।দেশের অপরাধ,অবনতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিনিয়ত রচনা করছি নতুন পর্ব ।গণতন্ত্র গণতন্ত্র করে প্রতিনিয়ত আমরা মরছি,গনতন্ত্র আসলে বয়ড়া কানে শুনতে পায়না,দেশের ১৮ কোটি মানুষের কথা শুনতে পায়না দেশের জনগণের প্রয়োজনে গঠিত সরকার জনগনের মূল্যায়ন করেওনা,বুঝেয়ওনা। দাদা থেকে বাপ, বাপ থেকে আমি পযর্ন্ত অভিযোগের ডাইরি লিখতে লিখতে জীবন কাটিয়ে বন্দি হয়ে যাচ্ছি ছবির ফ্রেমে।কেন এমন হচ্ছে ?কি হচ্ছে? চারপাশ জুড়ে মানবিক মূল্যবোধের এই অপচয়.বিবেকবোধ আর সচেতনতার শব্দে অকারন অপ্রয়োজনীয় বাক্যলাপ,সমালোচনা তর্কে সকলেই বিচক্ষন পন্ডিত। পরিবর্তন প্রয়োজনে,অনেক অপরিকল্পিত আয়োজনে ব্যস্ত আমরা সবাই।” পরিবর্তন ” শব্দটার প্রথমত পরিবর্তন হওয়া উচিত। নানা মুনির নানা মতে,এভাবে নয়,ওভাবে,না না ঠিক হয়নি, ব্যাকরণ ব্যবহারে বাক্যের মূল্য বৃদ্বি।সকলেই উন্নতমানের পন্ডিত,নিজের স্কুলে নিজেই যেন পরাই। ঘরের খেয়ে বনের মোষ তারিয়ে,দিন শেষে ঘরে ফিরে শূণ্যতার আঁধারে নীরব ক্রন্দন,বন্দনা নিয়তিকে ,কেউ দেখলনা,জানলনা,”এই বেশ ভাল আছি” ।আমরা করব জয়, আমাদেরই হবে বিজয়,গলা ফাটিয়ে চেঁচিয়ে, অতপর ক্লান্ত দেহে সুনিদ্র রজনীতে অলীক স্বপ্নে বিভোর মনের মুচকি হাসি।আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। বাংলা ব্যাকরণের প্রবাদ বাক্যর চিত্রায়নে সকলেই সমান পার দশী।,কি আর দেখলেন গুরু,সবেত শুরু।নেশায় আসক্তি নতুন প্রজন্ম,কে শেখাবে,কে বুঝাবে,যাদের শেখানোর কথা তারাই তো আসক্ত,প্রজন্মের  আর কি দোষ ?যুদ্ব চলছে নিজেদের সাথেই নিজেদের।দেশ এখন পরাধীনতায় স্বাধীন।দেশে দারিদ্রতা বলে কিছু নেই,যদিও মনে মনে তো সবাই আমরা দরিদ্র“ হে দারিদ্র তুমি মোরে করেছ মহান “-দারিদ্র তা কখনই মহান করেনা,দারিদ্রতা হল আধুনিক তায় ধনবান দের বিনোদনের খোরাক।দারিদ্র তায় আমাদের মনে স্থান পায় ক্ষণিক করুনা,যা কিনা আমাদের ভাল মনের মানুষ হিসেবে উপরে নিয়ে যায় হাত ধরে। দারিদ্র তা পরে রয় তার দরিদ্রতা নিয়ে পরবতী প্রজন্মের তরে।যদি আমরা নিজেরা নিজেদের পরিবর্তন করতে পারি,তাহলে শহীদের এই দেশ,স্বাধীন দেশের আপন মযার্দা ফিরে পাবে। অনেকেই বলছে,অনেকেই লিখছে,বলার জন্যই লিখার জন্যই।আমাদের এই চাওয়া-পাওয়া আটকে থাকুক আমাদের লিখায়।হয়তও বা কোন একদিন।

বিধাতাই আজ উপহাস,বিধাতা আর কি জানে,কি দেখবে,কি বুঝবে,সব জানালা দরজাত বন্ধ করেইছি ।এবার না হয় বিধাতাকেই নিলামে তুলব ।আমরা আসলেই জাতি হিসেবে বিরল,শুধু বিধাতাই বুঝে নি, বুঝবার কথাও নয়,বিধাতাকে আমরাই গড়েছি।আজ আমরা ঘুমাতে ভয় পাই,ঘুম থেকে জেগে উঠতে ভয় পাই,কি হবে জেগে,চলুন আমরা জেগে থেকে ঘুমাই।

ভাইরে আর কত,সব ঠিকই আছে,যেমন ছিল তেমনি আছে,তেমনি থাকবে-আসেন চোখ বন্ধ করে বলি-” এই বেশ ভাল আছি।

 

Nadir Islam

[email protected]

 

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি