রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশপ্রেম অথবা পরবাসের বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৬

12923173_10205078577959204_432638589321563960_n

নাদির ইসলাম ঃ

আমি কিন্তু লেখক নই,নই কোন কলামিষ্ট,গল্পকার,তবু লিখতে বসেছি মনের তাগিদ থেকে ,প্রথমেই তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এলোমেলো লিখার জন্য, আর অবশ্যই আমার এই লিখা আমার মত সকল সাধারণের জন্য যাদের কথা কেউ শুনে না আবার শুনলেও আমলে নেয়না,হয়ত নিতে দ্বিধা বোধ করে । বাংলা ভাষা ,স্বাধীনতা নিয়ে কিছু লিখলাম না এবং বলা যায় লিখার মত সাহস সঞ্চয় করতে পারলাম না ,কারন এইটা নিয়ে অনেক বিশেষজ্ঞ, অনেকেই অনেক কিছু অনেক বার বলেছেন।এইগুলো এখন বিরক্তির উপকরণ হয়ে দাঁড়িয়েছে। আমি একজন বাংলা দেশী প্রবাসে থাকি, আমরা যারা প্রবাসে থাকি তারা সবাই  আমার সাথে একমত হবেন হয়ত, দেশের প্রতি আমাদের ভালবাসা দেশে থাকা মানুষদের চেয়ে একটু হলেও বেশী, কিন্তু এই প্রবাসে দেখি আমাদের দেশের প্রতি ভালবাসা বিনিময় প্রথার মতই বদলেছে এবং আরও বদলাবে, দেশ মানেই একটা পরিবার, গুরু জন হল সেই পরিবারের কর্তা সম । আমাদের দেশ আমাদের পরিবার, সেই পরিবারের কর্তা এবং সদস্যরাই যদি পরিবারের প্রতি সম্মান প্রদর্শন না দেয় তাহলে অন্য কেউ কি করে সম্মান জানাবে ? একটা উদাহরণ দেইঃ

আমেরিকার বাংলা দেশী ঘন বসতি এলাকায় কোন এক বাংলা দেশী রেস্তোরাঁয় বসে কতিপয় মুরুব্বী শ্রেণীর সম্মানিত ব্যক্তি বর্গ দেশ নিয়ে আলোচনায় ব্যস্ত, বলা চলে আসলে দেশের চোদ্দ গুষ্টি উদ্ধারে মগ্ন ,উনাদের মধ্যে দুই একজন কে দেখে বুঝা যায় দেশ স্বাধীনতার সময় উনাদের যৌবন বয়স ছিল, যাই হোক আলোচনার বিষয় বস্তু হল আমদের দেশ, যা কিনা এক বাক্য পৃথিবীতে বসবাসের অযোগ্য একটা দেশ যেখানে কোন আইন নেই, নিয়ম নেই,সবকিছুই এলমেলো,অগছালো,চারিদিকে শুধু মারামারি হানাহানির রাজনীতি, অথচ এই এখানে আমেরিকা কত সুন্দর সাজানো গোছানো, নিয়ম তান্ত্রিক, কথা শুনে মনে হয় অনেকটা স্কুল বেলার সাধারন বিজ্ঞান বইয়ের শৈবাল আর ছত্রাক এর পার্থক্য পড়ার মত ।আমি খুব সাধারন ভাবে কিছু করার নেই বলেই ,সবই শুনছিলাম কিন্তু আর একসময় থাকতে না পেরে উঠে গিয়ে উনাদের টেবিলের পাশে গিয়ে বললাম চাচা যদি কিছু মনে না করেন এবং অনুমতি প্রদান করেন আমি কি একটু বসে কিছু বলতে পারি, উনারা আমার দিকে তাকিয়ে বিজ্ঞের মতই চাহনি দিয়ে বললেন হুম্ বলে ফেল।কি বলতে চাও ?জানতে চাইলাম আপনারা এই দেশে কত বছর ধরে আছেন ?উত্তর এল,এইত ৩০/৩৫ বছর হয়ে গেল, তার আগে সবাই বাংলাদেশেই ছিলেন জীবনের তাগিদে এই দেশে পাড়ি জমিয়াছিলেন। জন্ম গত ভাবে উনারা বাংলা দেশী। জানতে চাইলাম আপনারা সবাই মোটামুটি জীবনের শেষ প্রান্তে এসে দাড়িঁয়েছেন। আপনাদের মৃত্যুর পর আপনাদের মাটি কোথায় হবে বলে আপনারা ইচ্ছা পোষণ করেন ? উত্তর এল অবশ্যই বাংলাদেশে ,দেশের নিজ গ্রামের বাড়িতে, ঐখানে উনাদের কবরের নিজস্ব জায়গা আছে।

এখন কথা হল যেই দেশে আপনি জন্মেছেন,যে আপনাকে দিয়েছে ভাষার স্বাধীনতা, যেই দেশের আলো বাতাস নিয়ে বড় হয়েছেন, যেই দেশের জন্য যুদ্ধ করেছেন, যেই দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছেন, যেই দেশের মায়ের মুখের ভাষার জন্য লড়েছেন, যেই দেশের নাগরিক ত্বের পরিচয় নিয়ে এই আমেরিকায় পাড়ি জমিয়ে ছিলেন জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে। আর অন্য পৃষ্ঠায় এই আমেরিকা আপনাকে দিয়েছে জীবনের অন্য এক পূর্নতা, এখানে এসে আপনি পূরণ করেছেন আপনার স্বপ্ন, পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করেছেন, মৌলিক চাহিদার পূরণ করে জীবনের অন্য এক নিরাপত্তা নিশ্চিত করেছেন,কাটিয়েছেন জীবনের অনেকটা সময়, অথচ এই দেশটা কেও আপনি আপনার আপন করে নিতে পারেনি, ভালবাসাতে পারেননি এই দেশটা কেও । আর যেই দেশে জন্মেছেন সেই দেশ আমেরিকার মত না হওয়ায় তাকেও আপন করতে পারলেন না ,আপনার ত পৃথিবীতে থাকারই কোন অধিকার নেই, অন্য কোন গ্রহে চলে যাওয়া উচিত। এর পরের অংশ টুক  আর লিখলাম না,কারন,আর কি।?এই হল দেশের প্রতি ভালবাসা, এইটাই দেশপ্রেম স্বার্থের এবং প্রয়োজনের দেয়ালে আবদ্ধ।

আমাদের এই প্রবাসী দের মাঝে আরেকটি প্রবণতা দেখা যায় তুলনা করার, এই দেশে এইটা আছে আমাদের নেই, এইখানে এই নিয়ম আমাদের নেই, কেন?কেনরে ভাই এত তুলনা ? আমরা কি পরীক্ষা দিব ?বাংলাদেশ হল তৃতীয় বিশ্বের একটা দেশ আর আমেরিকা প্রথম সারির, তুলনা করাটাই ত ভুল ,আমাদের ভাল দিকটা কখনই আমদের চোখে পরেনা,আমরাই যদি না বলি তাহলে অন্যরা কি করে বলবে, কিভাবে দেখবে জানবে। আমাদের দেশেও ত অনেক ভাল কিছু হচ্ছে করছে, আমরা সেইগুলি নিয়ে ভিন্ন দেশের মানুষের সাথে আলোচনা করি,খারপ যতটুকু আছে ঐটুকু নিজেদের ভিতর রাখি ,এমন কে কেউ বলতে পারেন এই প্রবাসে বাংলাদেশিদের অবস্থান, পরিচিত ভাল নয়, আমরা অবশ্যই সুনামের সহিত   সম্মান জনক ভাবে সকল নিয়ম কানুন মেনে নিয়ে এগিয়ে যাচ্ছি।

একটাই দেশ অথচ বিদেশে আমাদের কত শত সংগঠন,৪৯০ টা থানা আছে বাংলাদেশে অথচ তার চেয়েও বেশী সংগঠন আছে বিদেশে আমাদের। রাজণিতি,দলীয়করণ,আন্দলোন,মিছিল ,প্রতিবাদ ও হয় ,কখনও কখনও এইসব মারামারি পর্যন্ত গড়ায়। কি হয়, বা যদি এমন হত একটা পতাকা তলে আমরা সবাই এসে দাড়াই ,সাহস এবং মনোবল দুটিই বাড়বে। আমাদের দেশের যেই সকল সরকারি অফিস বিদেশে আছে , মুলত তারাই হল আমাদের দেশের প্রতিনিধিকারি,যদিও আমরা সকলেই তাই ,কিন্তু তারাই মূলত সরকারি ভাবে প্রতিনিধিত্ব করে। কিন্তু দেখা যায় তারাই অবহেলায় ফেলে রাখেন নিজের দেশকে, দেশের নেই কোন প্রচারণা, নেই পর্যাপ্ত তথ্য সহায়তা, মনে হয় এরা নিজেরাই বিরক্ত।এই দেশে থেকেও ত অনেক এমন বাংজ্ঞালি আছেন যারা অনবরত দেশের জন্য করে যাচ্ছেন প্রচার নয়, দেশের প্রতি ভালবাসা থেকেই করছেন,এদেরকেইত আমরা পারছি না মূল্যায়ন করতে।প্রতিদিনি আমাদের দেশের এই দূতাবাসগুলো নিয়ে অনেক অভিযোগ উঠছে, অনেকেই লিখছেন, বলছেন কিন্তু টনক নড়ছে না উপড়য়ালাদের। অথচ দূতাবাসগুলো চাইলেই দেশের রাজস্ব খাতে অনেকটা অবদান রাখতে পারে, কিন্তু দুঃখিত দূতাবাস প্রতিনিধিরা ব্যস্ত বনভোজনে। সব কিছু বিক্রি করার জন্য আমরা সর্বদা প্রস্তুত,দেশটাকে যদি পারা যেত তাহলে দেশের ১৮ কোটি জনগন তাই করত।কেউ থাকতে চায়না এই দেশে সবাই দেশ ছেড়ে পালাতে চায়, কাল যদি বলা হয় বাংলাদেশীরা পৃথিবীর যে কোন দেশে যেতে পারবে ভিসা ছারা, দেখা যাবে দেশের সরকার ও দেশ ছেড়ে চলে গেছে।

দেশ যেমনি হোক আমাদের সবারইত, সবারি উচিত এর জন্য কিছু করা এর ভাল দিকগুলো প্রবাসিদের কাছে তলে ধরা, আমরা কি ভাল কিছু করছিনা,বিশ্ববাসী কি আমদের চিনছেন না। অনেক এগিয়েছি আমরা ,আরও এগিয়ে যাব।হবে ,হচ্ছে হবেই।সরকার ,রাজনীতি কে একটু দূরে সরিয়ে দিয়ে আসুন আমরা নিজেরা একটু একটু করেই না হয় করি, চেষ্টা করি নতুন প্রজন্মকে একটু শিখাই, জানাই।সমস্যা সব দেশেই আছে কম বেশি,তাই বলেই যে খারাপ টাই দেখব বা ভাবব তা তো ঠিক নয়।

Let’s see the Positive View of Bangladesh.”

 

Nadir Islam

[email protected]



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি