অরুণাচল প্রদেশকে ভারতের শেষ সীমা বলার জন্য আমেরিকার রাজনৈতিকের কথায় আপত্তি জানাল চীন। এ ব্যাপারে চীন আমেরিকার থেকে জবাব চাইবে। বেজিংয়ের তরফ থেকে বলা হয়েছে ভারত-চীন সীমা নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বিষয়টিকে আরও জটিল করে তুলবে।
চীনের বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে বুধবার বলা হয়েছে আমেরিকার রাজনৈতিকের বয়ান সম্পূর্ণ অস্পষ্ট। এই বিষয়ের রিপোর্ট নিয়ে চীন আলোচনাও করবে। চীনের তরফ থেকে আমেরিকাকে বলা হবে এই কথাটির স্পষ্টিকরন করার জন্য। ২৮ এপ্রিল ইটানগরে অরুণাচলের মূখ্যমন্ত্রী কলীঙ্খ পুলের সঙ্গে দেখা করে আমেরিকার মহাবাণিজ্য দূত ক্রেগ এল হল অরুণাচলকে ভারতের অভিন্ন অংশ বলেছেন।
প্রসঙ্গত, চীন অরুণাচলকে দক্ষিন তিব্বত বলে এবং নিজেদের অংশ বলে দাবি করে।
এই বিষয়ে চীনা বিদেশ মন্ত্রালয়ের থেকে বলা হয়েছে, চীন এবং ভারত দুটি দেশেই বুঝদার। নিজেদের বিষয় নিজেরা বুঝে নিতে পারে। কোনো তৃতীয় পক্ষ যদি এখানে হস্তক্ষেপ করে তাহলে ব্যাপারটি আরও জটিল হয়ে পড়বে। মন্ত্রালয়ের তরফ থেকে বলা হয়েছে চীন এবং ভারতের সীমান্ত সম্পর্কিত বিষয় চীন এবং ভারতের সীমান্ত এলাকার বসবাসকারীদের ভাবাবেগের সঙ্গে জড়িত। তৃতীয় পক্ষের উচিত এর ইতিহাস এবং বাস্তবিকতাকে সম্মান করা।