বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সূর্যের ওপর বুধের বিরল সরণ ৯ মে’র বিকালে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৬

georgis05_1280631536_3-03-350x260

ডেস্ক রিপোর্টঃ

আগামী সোমবার, ৯ মে একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। সূর্যের গায়ে দেখা যাবে ছোট একটি চলমান কালো বিন্দুকে। ঘটনাটি দেখা যাবে ওইদিন বিকালে। সূর্যাস্তের কিছুক্ষণ আগে বুধ গ্রহ সূর্যের এক প্রান্ত দিয়ে প্রবেশ করবে। ছোট কালো টিপের মতো সূর্যের উপর ধীর গতিতে তাকে চলতে দেখা যাবে। সূর্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অতিক্রম করতে বুধের প্রায় সাড়ে ৭ ঘণ্টা সময় লাগবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একেই বলা হয়, সূর্যের উপর বুধের সরণ (ট্রানজিট অব মার্কারি ওভার দি সোলার ডিস্ক)।

শুরু থেকে কিছুটা সময় পর্যন্ত ভারতের সব জায়গা থেকে এই দৃশ্য দেখা যাবে। কিন্তু পুরোটা দেখা যাবে না। কারণ তার আগেই সূর্যাস্ত হয়ে যাবে কলকাতাসহ ভারতের সব জায়গাতেই। ভারতের একদম পূর্ব প্রান্তে এই বুধের সরণ দেখা যাবে শুরু থেকে সূর্যাস্তের সময় পর্যন্ত প্রায় এক ঘণ্টা। ভারতের পশ্চিম প্রান্তে সূর্যাস্ত হবে দেরিতে এবং ভারতের একদম পশ্চিম প্রান্তে এই ঘটনাটি অবশ্য প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী হবে।

পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের ডিরেক্টর সঞ্জীব সেন বলেন, পৃথিবী থেকে সূর্যের ওপর এ ধরনের সরণ দেখা যায় শুধু বুধ এবং শুক্রের ক্ষেত্রে। কারণ এই দুটি গ্রহের কক্ষপথ অবস্থিত সূর্য ও পৃথিবীর মধ্যে। যখন সূর্য, পৃথিবী এবং এই দুটির কোনো একটি গ্রহ একই সরলরেখায় চলে আসে, তখনই এই বিরল মহাজাগতিক ঘটনাটি ঘটে। সূর্যগ্রহণের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এক্ষেত্রে সূর্য ও পৃথিবীর মধ্যে চলে আসে চাঁদ। যেহেতু পৃথিবীর অনেক কাছে অবস্থিত, তাই আকারে অনেক বড় দেখায় চাঁদকে। তার ফলে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে। কিন্তু বুধ এবং শুক্র পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। তাই এই গ্রহ যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে একই সরলরেখায় চলে আসে, তখন এদের পৃথিবী থেকে বিন্দুর মতো দেখতে লাগে এবং একটি কালো বিন্দু সূর্যের উপর চলমান অবস্থায় দেখা যায়।

২০০৪ ও ২০১২ সালের জুন মাসে এরকমই সূর্যের উপর শুক্রের সরণ দেখা গিয়েছিল কলকাতা তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। আর বুধের সরণের একদম শেষ পর্যায় দেখা গিয়েছিল ২০০৬ সালের ৬ নভেম্বর ভারতের একদম উত্তর-পূর্ব প্রান্তে সূর্যোদয়ের সময়। সূর্যের ওপর বুধের সরণ একটি বিরল ঘটনা। কারণ ১০০ বছরে ১৩-১৪ বার এই ঘটনা ঘটে। এই মহাজাগতিক ঘটনা সাধারণত মে এবং নভেম্বর মাসে দেখা যায়। নভেম্বরে বুধের সরণ ঘটে সাধারণত ৭, ১৩ বা ৩৩ বছর বাদে। মে মাসে বুধের সরণের সময় পার্থক্য সাধারণত ১৩ বা ৩৩ বছর হয়। পরবর্তী বুধের সরণের ঘটনা ঘটবে ২০১৯ সালের ১১ নভেম্বর।

এবার এই বুধের সরণ দেখা যাবে এশিয়ার প্রায় সব জায়গা থেকেই (শুধুমাত্র দক্ষিণ-পূর্ব এশিয়া এবং জাপান থেকে দেখা যাবে না)। এছাড়াও ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং উত্তর আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ জায়গা থেকে এই বুধের সরণ ৯ মে দেখা যাবে। অবশ্য ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে শুধু উত্তর আমেরিকার পূর্ব প্রান্ত, দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্ত, গ্রিনল্যান্ড, আফ্রিকার সুদূর উত্তর-পশ্চিম প্রান্ত, পশ্চিম ইউরোপ এবং উত্তর আটলান্টিক মহাসাগর থেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি