শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৬

up-election-400x258

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার পাঁচ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিতাস উপজেলায় সদস্যপদে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এসব ইউপিতে পঞ্চম ধাপে ২৮ মে ভোট হওয়ার কথা। জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসাইন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এমদাদ হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় মনির হোসাইন নির্বাচিত হন।

নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী অহিদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই ইউপিতে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম রসুলের মনোনয়নপত্র বাতিল হয়। পাশাপাশি অন্য পাঁচ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আবদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও অন্য স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, একক প্রার্থী থাকায় তাঁরা নির্বাচিত হয়েছেন।

এদিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্যপদে ১ নম্বর ওয়ার্ডে রিপা বেগম, সদস্যপদে ২ নম্বর ওয়ার্ডে শামিম হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে মো. মিজানুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে মো. জাবেদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

একইভাবে সাতানি ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্যপদে ১ নম্বর ওয়ার্ডে জাহানারা বেগম, সদস্যপদে ৩ নম্বর ওয়ার্ডে খুরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে মো. মাওলান মিয়া, নারান্দিয়া ইউপিতে সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মো. ফজলু বেপারি, ৭ নম্বর ওয়ার্ডে মো. মকবুল হোসেন, কলাকান্দি ইউপিতে সদস্যপদে ৪ নম্বর ওয়ার্ডে আবদুর রব, ৯ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, বলরামপুর ইউপিতে সদস্যপদে ৬ নম্বর ওয়ার্ডে আ. হামিদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় ১২ সদস্য পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি