ডেস্ক রিপোর্টঃ
ভারতের চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে আসামে এগিয়ে আছে বিজেপি। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাচ্ছে নিরঙ্কুশ জয়। এপর্যন্ত আসামে বিজেপি ৬৭ টি আসন পেয়েছে ও কংগ্রেসে পেয়েছে ২৮টি, ১৬টিতে এইউডিএফ এবং অন্যান্য দল ৭টি আসনে এগিয়ে রয়েছে। ভোট গণনা এখনো চলছে। তামিল নাড়ুতে ২৩৪ আসনের মধ্যে এরই মধ্যে ২২৩ আসনের ফলাফল স্পষ্ট হয়েছে। এর মধ্যে জয়জলিতার এডিএমকে দল ১২৮টি আসনে, ডিএমকে ৮৭ আসনে, পিএমকে ৫, বিজেপি মাত্র একটি এবং অন্যান্য একটি আসনে এগিয়ে রয়েছে। বলা চলে আসামে ক্ষমতা দখলের পথে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে ২০০টি আসনে এগিয়ে রয়েছে। বিরোধী দল কংগ্রেস পাচ্ছে ৩৯টি আসন। বামপন্থি সিপিএম ৩৬টিতে এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজিপি ২০টিতে এগিয়ে রয়েছে। চূড়ান্ত ফলাফলে সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে কেরালায় ১৪০টি আসনের মধ্যে এলডিএফ ৮৮, ইউডিএফ ৫০, বিজেপি ১ এবং অন্যান্য ১ টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া পু-চেরীতে ভোট গণনা চলছে। ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, একমাত্র আসাম ছাড়া অন্য কোনো রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজিপি কোনো অবস্থানেই নেই। ভোটের হিসেবে দলটির শুধু ভরাডুবিই হয়নি বরং অনেকটাই লাপাত্তা অবস্থা।