শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ের ষোলনল ইউনিয়নে মৃত ও প্রবাসিদের ভোটও ভোটবাক্সে !


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৬

Untitled-4

স্টাফ রিপোর্টার ঃ

চলতি বছরের ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়া কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৃত ও প্রবাসিদের ভোটও ভোটবাক্সে পড়েছে । এমনই অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন অনুসন্ধানে জানা যায়, ষোলনল ইউনিয়নের ১২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯টি ভোটকেন্দ্রেই ভোট কারচুপির ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রগুলোতে ভোট বাক্সে পড়েছে বিদেশী ও মৃত ভোটও ।

এই ইউনিয়নের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ১৬১ জন। এর মধ্যে মৃত ও বিদেশে অবস্থানরত ভোটারের সংখ্যা প্রায় ৫৮০ জন। সেই হিসেবে ভোট প্রয়োগ হওয়ার কথা ২ হাজার ৫৮১ টি। কিন্তু ভোট গণনা শেষে দেখা গেছে এই কেন্দ্রে ভোট প্রয়োগ হয়েছে ২ হাজার ৮’শ ভোট। এর মধ্যে ২৮টি ভোট বাতিল হয়েছে। তাহলে দেখা যাচ্ছে, মৃত ও প্রবাসী ২১৯টি ভোটও এই কেন্দ্রের ভোটবাক্সে পড়েছে। নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এই কেন্দ্রে ভোট পেয়েছেন ২ হাজার ৭৭১ টি, আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ( আনারস প্রতীক) একটি ভোটও পাননি। আর বিএনপি প্রার্থী মোঃ আব্দুল আলীম পেয়েছেন ১টি ভোট।

আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন বলেন, আমি উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি ৫ বছর ইউনিয়ন চেয়ারম্যান পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। অথচ এই ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্র ভোট শুরুর আগেই নৌকা প্রতীকের নেতাকর্মীরা দখল করে ভোট কারচুপি করেছে। আমার এজেন্টদের বের করে দিয়েছে। এমনকি ভোট গণনার সময়ও নৌকা ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্ট ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেনি। প্রত্যেকটি কেন্দ্রেই মৃত ও প্রবাসী ভোটারদের ভোটও তারা ভোটবাক্সে ভরেছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া কোন প্রার্থী নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে যদি তিনি বা তার পরিবারের উপর নির্ভরশীল কোন সদস্য সংশ্লিষ্ট পরিষদের কোন কাজ সম্পাদনের বা মালামাল সম্পাদনের জন্য ঠিকাদার হন বা ইহার জন্য নিযুক্ত কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদান হন বা সংশ্লিষ্ট পরিষদের কোন বিষয়ে তাহার কোন আর্থিক স্বার্থ থাকে বা তিনি সরকার কর্তৃক নিযুক্ত অত্যাবশ্যক কোন দ্রব্যের ডিলার হন।
অনুসন্ধানে দেখা গেছে, কুমিল্লা আর্দশ সদরের বাদুরতলা এলাকার মের্সাস পাইওনিয়ার কন্সট্রাকশনের প্রোপ্রাইটর হলেন ষোলনল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান (আ’লীগ প্রার্থী) মোঃ সিরাজুল ইসলাম। গত ১৮ এপ্রিল কুমিল্লা এলজিইডি থেকে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৮ লক্ষ ৭৩ হাজার ২৭৪ টাকা মূল্যের একটি কাজের বরাদ্দ দেওয়া হয় । ষোলনল ইউনিয়নের গাজীপুর থেকে মিথিলা ফেরিঘাট পর্যন্ত গভীর নলকূপ স্থাপনের কাজটি এ প্রতিষ্ঠান পেয়েছিল। নির্বাচনের ৪ দিন পূর্বে আ’লীগ প্রার্থী এ কাজটি পেয়েছিলেন। প্রার্থীর এ বিষয়টি গোপন রাখা নির্বাচন আচরণ বিধির লঙ্ঘনের মধ্যেই পড়েছে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন বলেন, আ’লীগ প্রার্থী নির্বাচন কমিশনের আইন লঙ্ঘন করে গোপনে ঠিকাদারি কাজে অংশ নিয়েছিলেন।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম জানান, এমন ধরনের অভিযোগ কেউ করেনি। এ অভিযোগটি ভোট গ্রহণের পূর্বে পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি