সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম আর নেই


কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৬

comilla journalist death-23.5.16

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক শ্রমিক পত্রিকার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম আর নেই।

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সোমবার (২৩ মে) রাত ১১টায় নগরীর মুন হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে….রাজিউন)।

তিনি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা মুক্তিযোদ্বা কল্যান সমিতির সভাপতি ছিলেন। তাছাড়া তিনি কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৪ মে) সকাল ৯ টায় ধর্মসাগরপাড় মসজিদের সামনে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল ৯ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাবের সামনে শেষ শ্রদ্ধা নিবেদনের তার মরদেহ রাখা হবে। বেলা ১১ টায় কুমিল্লা টাউনহল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে। পরে দুপুর আড়াইটায় তার গ্রামের বাড়ি সদরের জগন্নাথপুরের হরিপুর গ্রামে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

। তারঁ মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি