শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুরাদনগরের কালাডুমুরে নৌকা প্রতীকে রহস্যময় আগুন, জনমনে শংকা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০১৬

20160530_143929_Richtone(HDR)

স্টাফ রিপোর্টারঃ
মুরাদনগরের বাবুটীপাড়া ইউনিয়নের কালাডুমুরে নৌকা প্রতীকে রহস্যময় আগুন দেয়া হয়েছে। রঙ্গিন প্রতীক নিষিদ্ধ থাকলেও লাল রংয়ের ওই নৌকা প্রতীকে রহস্যময় আগুনে শুধু এর কাপড় পোড়া গেছে। বাঁশ-বেত ও লাল রংয়ের কাপড় দিয়ে তৈরী এ প্রতীকে রোববার রাতে কে বা কারা আগুন দেয়। এ আগুনে ওই প্রতীকে ব্যবহৃত বাঁশ বা বেত কিছুই পুড়েনি। একটি কাঠ-টিনের ঘরের চালার সাথে ঝুলানো প্রতীকটির কাপড় আংশিক পুড়লেও বাকিটা কংকালের মত ঝুলে আছে।
প্রতীকে দেয়া আগুনে শুধুমাত্র কাপড় পোড়া যাওয়ায় এবং সব কিছু অক্ষত থাকায় এলাকাবাসী এ আগুনকে রহস্যময় বলে মন্তব্য করেছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ৭/৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েক জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, নির্বাচনকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ ঘটনা পরিকল্পিত ভাবে ঘটিয়ে বিভিন্ন প্রার্থীর কর্মীদের মাঠে না রাখার একটি কৌশল করা হয়েছে। তারা বলেন, এ ঘটনাটি কারণে নির্বাচনের দিন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের শংকা তৈরী হয়েছে। তারা বলেন, যেখানে রঙ্গিন প্রতীক নিষিদ্ধ সেখানে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশাসন থানায় মামলা নেয়ায় ঘটনাটি জটিল হয়েছে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দয়ের করা হয়েছে। মামলায় কোন প্রার্থীকে অভিযুক্ত করা হয়নি। তিনি বলেন, প্রতীকে অগ্নিসংযোগের ব্যাপারে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি