শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাঙ্গরায় গৃহবধূকে পিটিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৬

ak-34

স্টাফ রিপোর্টারঃ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাচা শ্বশুরকে ভোট না দেওয়ায় কুমিল্লার বাঙ্গরা বাজার এলাকায় ইভা রহমান (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

সোমবার (০৬ জুন) বিকেল ৩টায় বাঙ্গরা বাজারের আকবপুর গ্রামে ইভার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ইভা বাঙ্গরা উপজেলার আকবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শিমুল বিল্লাহর ভাতিজি এবং  একই ইউনিয়নের বিএনপি প্রার্থী শাহ আলমের ভাতিজার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ইভা রহমানের চাচাশ্বশুর ও নিজের আপন চাচা দুজনেই চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে নিজের চাচা স্বতন্ত্র প্রার্থী শিমুল বিল্লাহকে ভোট দেন ইভা। এ অভিযোগে সোমবার তাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয় শ্বশুরবাড়ির লোকজন।

এ বিষয়ে বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইভাকে পারিবারিক কলহের জেরে তার স্বামী খুন করেছেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

তবে এটি নির্বাচনে ভোট প্রদানের ঘটনার জের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি