বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলায় শেখাবে ই-পাঠ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৭.২০১৬

index

পূর্বাশা ডেস্ক:

ঘরে বসে পড়াশোনার সুবিধা দিতে নানা ধরনের অনলাইন-ভিত্তিক স্কুল রয়েছে। এবার সেখানে যোগ হলো আরও একটি উদ্যোগ ই-পাঠ বিডি ডটকম (www.epathbd.com)। সম্পূর্ণ বাংলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই অনলাইন স্কুল। যেখানে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ের বক্তৃতা দেখে হাতে-কলমে শেখার সুযোগ পাবেন যে কেউ। বিশেষ করে আউটসোর্সিং, মাইক্রোসফট অফিস, অপারেটিং সিস্টেম , কি-বোর্ড অনুশীলনের মতো নানা ধরনের বিষয়ে সহজে শেখার সুবিধা আছে।
ভার্চ্যুয়াল এই স্কুলের উদ্যোক্তা মিনার মাসুদ, গোলাম মো. মেজবাহ উদ্দিন, নিয়াজ মোর্শেদ ও সামিউল ইসলাম। এই ওয়েবসাইটে আছে শিশুদের জন্য সহজে বর্ণমালা ও ছড়া শেখার সুবিধাও। সহপ্রতিষ্ঠাতাদের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিনার মাসুদ বলেন, অনলাইনে অনেক বিষয় শেখার সুযোগ থাকলেও সেসব অনেকটাই ইংরেজিনির্ভর। ফলে অনেকেই সেসব সহজে শিখতে পারে না। দেশ-বিদেশের সব বয়সী বাংলাভাষীদের তাই তথ্যপ্রযুক্তির নানা জ্ঞানে সমৃদ্ধ করতে পারবে এই অনলাইন স্কুল।
ঢাকার বাইরের ছেলেমেয়েদের সহজে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যম হতে পারে ই-পাঠ বিডি।

আরেক সহ-প্রতিষ্ঠাতা গোলাম মো. মেজবাহউদ্দিন বলেন, ‘গ্রামের একজন মানুষও যাতে এসব বিষয় শিখে আয় করতে পারে সেই পথ তৈরি করে দিতে চাই আমরা। আমরা পরীক্ষামূলকভাবে সাইটটা চালু করেছি। লোকজনের পরামর্শ নিয়ে সাইটটা হালনাগাদ করা হচ্ছে নিয়মিত।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি