বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিলিয়নের ঘরে ফেসবুক মেসেঞ্জার!


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৭.২০১৬

th-5

পূর্বাশা ডেস্ক:

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এর চ্যাটিং অ্যাপস ‘ফেসবুক মেসেঞ্জার’ এক বিলিয়ন ব্যবহারকারীর ক্লাবে ঢুকেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত এপ্রিল মাসেই এ অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ৯০ মিলিয়ন বলা হয়েছিল। ফেসবুক এ আয়োজনে তাদের লোগোতে বেলুন ফিচার যোগ করেছে।

ব্যবহারকারীরা কীভাবে মেসেঞ্জার ব্যবহার করেছে তাও ফেসবুক কর্তৃপক্ষ বিস্তারিত জানিয়েছে। প্রতি মাসে ১৭ বিলিয়ন ছবি আদান প্রদান হয়েছে মেসেঞ্জারের মাধ্যমে এবং প্রতিদিন ২২ মিলিয়ন এ্যানিমেটেড জিআইএফ আদান প্রদান করেছে ব্যবহারকারীরা। শুধু বিনোদনের ক্ষেত্রেই নয়, ব্যবসায়িক দিক দিয়েও বেড়েছে ফেসবুকের প্রসার। বিভিন্ন কোম্পানির সঙ্গে ব্যবহারকারীদের মেসেঞ্জারে যোগাযোগ হচ্ছে প্রতি মাসে ১ বিলিয়নের বেশি।

২০১৪ সালে যখন ফেসবুক মেসেঞ্জার চালু হয় তখন মাত্র ২শ মিলিয়ন ব্যবহারকারী ছিল। কিন্তু কর্তৃপক্ষ মেসেঞ্জারে আধুনিক ফিচার ব্যবহার ও প্রযুক্তিগত দিকগুলো উন্নত করে ব্যবহারকারীদের আকৃষ্ট করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি