বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মধু আহরণে মানুষের সঙ্গী পাখি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৬

99b173720df95798e347355a1e7b858a-20

পূর্বাশা ডেস্ক:

পাখিটা পথ দেখায়। তার পিছু পিছু এগিয়ে চলে মধুশিকারি মানুষ। এই পথপ্রদর্শক আর অনুসারীর মধ্যে ‘দ্বিমুখী কথাবার্তা’ হয়। তারপর মৌচাকের খোঁজ মেলে। সেটা ভেঙে মধু নেয় মানুষ। আর মোমটুকু খেতে দেয় পাখিকে।
এ ঘটনা সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের। সম্প্রতি একদল গবেষক দেখেছেন, এই পাখি মানুষের বিশেষ আহ্বান শুনতে পেয়েই মধু সংগ্রহ অভিযানে যোগ দেয়। এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, পাখির সহযোগিতা নিয়ে মধু আহরণের এই কৌশল পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রচলিত রয়েছে। স্থানীয় ইয়াও জনগোষ্ঠী তাদের পূর্বসূরিদের কাছ থেকে এটা শিখেছে।
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় নেতৃত্ব দেন ক্লেয়ার স্পটিসউড। তিনি বলেন, ইয়াও গোষ্ঠীর মধুশিকারিরা একধরনের বিশেষ শব্দ করে সহযোগী পাখিটিকে ডাকেন। তাতে সাড়া দিয়ে ওই পাখি উড়ে এসে একধরনের কিচিরমিচির আওয়াজ করে সম্মতি জানিয়ে মৌচাকের পথ দেখাতে শুরু করে।
গবেষকেরা আরও বলেন, মোজাম্বিকের ওই বিস্তীর্ণ অঞ্চলে হাতি, মহিষ আর সিংহও বসবাস করে। মানুষ আর বুনো প্রাণীদের এ রকম সহাবস্থান খুবই আকর্ষণীয়। পাখিকে আহ্বান করে তার সহযোগিতায় মৌচাক খুঁজে পাওয়ার ক্ষেত্রে সাফল্যের হার ৫৪ শতাংশ। আর ইয়াও গোষ্ঠীর মানুষ কেবল নিজ উদ্যোগে মৌচাকে পৌঁছাতে সফল হয় ১৭ শতাংশ ক্ষেত্রে। তাই পাখি আর মানুষের এই দ্বিমুখী যোগাযোগ ও অংশীদারি অভিযানে উভয়ে লাভবান হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি