শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » প্রবাসের খবর » বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার দাবি সৌদিতে পুরুষ গৃহকর্মী নিয়োগে স্থগিতাদেশ নেই


বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার দাবি সৌদিতে পুরুষ গৃহকর্মী নিয়োগে স্থগিতাদেশ নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৬

saudykormi

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরবে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগ স্থগিতাদেশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা। আজ মঙ্গলবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর মোহাম্মদ সরওয়ার আলমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।
মোহাম্মদ সরওয়ার আলম আরব বিশ্বের প্রভাবশালী ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সৌদিতে শ্রমিক নিয়োগ বাধাগ্রস্ত বা পুরুষ শ্রমিক নিয়োগ স্থগিতের কোনো খবর আমার কাছে নেই। আগে যেভাবে এসব শ্রমিক নেওয়া হয়েছে তা এখনো অব্যাহত আছে।’
এর আগে ২৩ শে জুলাই আবর নিউজই বাংলাদেশ থেকে ‘সিঙ্গেল’ বা অবিবাহিত পুরুষ গৃহকর্মী নেওয়া সাময়িকভাবে বন্ধের খবর প্রকাশ করেছিল। সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত শনিবার খবরটি প্রকাশ করেছিল পত্রিকাটি।

প্রকাশিত ওই প্রতিবেদনে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছিল, পুরুষ গৃহকর্মী প্রয়োজন হলে বাংলাদেশ বাদে অন্য কোনো দেশ থেকে চাহিদা মিটিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়েছে। এ ছাড়া এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো পুরুষ গৃহকর্মী নেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়।

পত্রিকাটি আরো জানায়, সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি ছাড়া অন্য দেশ থেকে লোক নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্ত মেনে চলতে হবে। গৃহকর্মীর চাহিদা মেটাতে সৌদি আরবের নাগরিকদের আহ্বান জানানো হয়েছে ‘মোসানেদ’ ওয়েবসাইটের মাধ্যমে অন্য দেশ থেকে শ্রমিক খুঁজে নিতে।

এ ছাড়া মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খাইল এক টুইট বার্তায় জানিয়েছেন, অন্য দেশের শ্রমিকদের অগ্রাধিকার এবং ‘কিছু যৌক্তিক সমস্যার’ কারণে সৌদি আরব বাংলাদেশি অবিবাহিত পুরুষ গৃহকর্মীদের নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হলো।

কিন্তু আজ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশি সিঙ্গেল পুরুষ গৃহকর্মীর ওপর স্থগিতাদেশের কথা জানিয়েছিল। কিন্তু বাংলাদেশ দূতাবাসের শ্রমবিষয়ক কাউন্সিলর সারওয়ার আলম এমন স্থগিতাদেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন।

সারওয়ার আলম বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সর্বশেষ যে জয়েন্ট টেকনিক্যাল কমিটির মিটিং হয় সেখানে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পুরুষ গৃহকর্মী নিয়োগ বৃদ্ধি করতে দুই দেশই ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। সারওয়ার আলম জানান, সৌদি আরবে এখন বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে নারী গৃহকর্মীর সংখ্যা প্রায় ৬০ হাজার। পুরুষ গৃহকর্মীদের জন্য ভিসা দেওয়া শুরু হয়েছে জুন থেকে। নিয়মিত বিপুল পুরুষ সৌদি আরবে যাচ্ছেন। গড়ে প্রতি মাসে সৌদি আরবে পৌঁছাচ্ছেন ছয় হাজার নারী শ্রমিক। সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে ৪৮টি ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশি শ্রমিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি