শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » প্রবাসের খবর » জিয়াউর রহমানকে আন্তর্জাতিক মানের নেতা হিসেবেই সম্মানিত করা হয়েছে : শিকাগোর ডেপুটি মেয়র


জিয়াউর রহমানকে আন্তর্জাতিক মানের নেতা হিসেবেই সম্মানিত করা হয়েছে : শিকাগোর ডেপুটি মেয়র


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

ziaur_rahman_1979-413x550

পূর্বাশা ডেস্ক:

জিয়াউর রহমানকে বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মানের নেতা হিসেবেই শিকাগো সিটি কাউন্সিলের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যথাযথ মূল্যায়ন করছে না বর্তমান সরকার। দেশটির সর্ববৃহৎ ও জনপ্রিয় একটি গণতান্ত্রিক দলকে তাদের গণতান্ত্রিক ধারা অব্যাহতের সুযোগ দেওয়া হচ্ছে না। এটা সত্যিই দুঃখজনক। একটি স্বাধীন দেশের জন্য বিষয়টি মঙ্গলজনক নয়। এমন মন্তব্য করেছেন শিকাগোর সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র জো মোর। গত ৩ অক্টোবর বিকালে শিকাগোর অনারারি জিয়াউর রহমান ওয়ের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জো মোর।

শিকাগো থেকে এনা জানায়, শিকাগোর বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান ও তার পরিবারকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়েই আজকে জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। দেশের মাটিতে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র কখনই বাস্তবায়ন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

শিকাগো সিটির ক্লার্ক স্ট্রিট পয়েন্টে জিয়াউর রহমান ওয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় দুই বছর আগে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মামলার পরও আদালতের রায় বহাল থাকায় সিটি কাউন্সিল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেই নামকরণ করে রাস্তাটির।

জিয়াউর রহমানের নামে স্থাপিত যুক্তরাষ্ট্রের শিকাগোর ব্যস্ত নগরিতে ‘জিয়াউর রহমান ওয়ের’ দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে শিকাগো সিটি ও ইলিনয়স স্টেট বিএনপি। ক্লার্ক স্ট্রিটের জিয়াউর রহমান ওয়ের উপরের উম্মুক্ত স্থানে কেক কেটে দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেন বিএনপি নেতারা।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিকাগো সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ও ইলিনয়স রাজ্যের ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান জো মোর এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি।

শিকাগো বিএনপির সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ডেইজি ও সাংগঠনিক সম্পাদক দুলু মিয়ার যৌথ সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, শিকাগোর বিএনপির প্রধান উপদেষ্টা শাহ মোসাদ্দেক মিন্টু প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি