বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রিজমার মালিকানা যাচ্ছে ফেসবুকে!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৬

masum

পূর্বাশা ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা ফটো এডিটিং অ্যাপ প্রিজমা কিনে নিতে যাচ্ছে ফেসবুক! এমনটাই গুঞ্জন প্রযুক্তি বাজারে। কেননা, ইতিপূর্বে ইনস্টাগ্রাম মতো জনপ্রিয়তা পাওয়া ফটো শেয়ারিং অ্যাপ অধিগ্রহণের ইতিহাসে রয়েছে ফেসবুকের। গত জুনে বাজারে আসা ফটো এডিটিং অ্যাপ প্রিজমা নিয়ে মাতামাতি শুরুটা জুলাইয়ের মাঝামাঝি সময়ে।

প্রথমদিকে অ্যাপটি আইফোন ব্যবহারকারীদের জন্য সংরক্ষিত থাকায় বিশ্বের কোটি কোটি অ্যান্ড্রয়েড সেট ব্যবহারকারীরা বঞ্চিত হচ্ছিল। শেষ পর্যন্ত কয়েকদিন আগে অ্যান্ড্রয়েডের জন্যও অ্যাপটি উন্মুক্ত করায় ভার্চ্যুয়াল দুনিয়ার প্রিজমা ঝড় পেয়েছে বিশেষ গতি।

প্রযুক্তির ক্ষেত্রে গত কয়েক বছরে একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট উদ্যোগ জনপ্রিয় হলে আর ব্যবহারকারী বেড়ে গেলে তা বড় প্রতিষ্ঠানগুলোর অধীনে চলে যাচ্ছে। ধারনা করা হচ্ছে, প্রিজমার ক্ষেত্রেও এমনটিই হতে যাচ্ছে।

সম্প্রতি প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রিজমার সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সি মসিনকভ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন। তবে এ বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মসিনকভ। তিনি বলেন, সিলিকন ভ্যালিতে তাঁর প্রতিষ্ঠানের প্রচারে গিয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি