বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইন্টারনেট ব্ল্যাকআউট মহড়া হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৬

bl20160801134531

পূর্বাশা ডেস্ক:

জননিরাপত্তা নিশ্চিত ও জঙ্গি বিরোধী অভিযানের প্রস্তুতি হিসেবে ইন্টারনেট ব্ল্যাকআউট মহড়া চালানো হবে। এই মহড়ার আওতায় যে কোনো এলাকার ইন্টারনেট নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখে পরীক্ষা চালানো হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইসিপিএবি) এর যৌথ উদ্যোগে এই মহড়া হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে মধ্যরাত ২টার মধ্যে রাজধানীসহ দেশের যে কোনো এলাকায় চালানো হবে ইন্টারনেট ব্ল্যাকআউট মহড়‍া। মহড়া চলাকালে সংশ্লিষ্ট এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি