বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গুগলের বৈদ্যুতিক ওষুধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৬

0123f8c2f01ac810eddd201a7fe47796-G-G

পূর্বাশা ডেস্ক:

ওষুধ গিলে নয়, বরং বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে আরোগ্যের কথা ভাবছে গুগল। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে নতুন একটি প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। সোমবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, নতুন এই প্রতিষ্ঠানের কাজ হবে ‘বায়োইলেকট্রনিক মেডিসিন’ উৎপাদন।
গ্যালভানি বায়োইলেকট্রনিকস নামের নতুন এই প্রতিষ্ঠানে আগামী সাত বছরে ৭০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে প্রতিষ্ঠান দুটি। এই প্রকল্পের ৪৫ শতাংশের মালিকানা থাকছে অ্যালফাবেটের জীবনবিজ্ঞান বিভাগের হাতে।
গবেষণার সাম্প্রতিক বিষয় হিসেবে বায়োইলেকট্রনিক মেডিসিন বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে এখন। এই প্রযুক্তিতে শরীরে ক্ষুদ্রাকৃতির যন্ত্রাংশ বসানো হয়, যেটি দিয়ে মানুষের স্নায়ুতন্ত্রে বৈদ্যুতিক সংকেতের প্রবাহের ধারায় পরিবর্তন এনে বাত, হাঁপানিসহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।
আশার কথা হচ্ছে বিদ্যমান চিকিৎসাসেবার তুলনায় এই যন্ত্রগুলোর খরচ কম। অপরদিকে বেশ কার্যকর। গত বছরের আগস্ট মাস থেকে জীবনবিজ্ঞানের জন্য একটি আলাদা বিভাগ খুলেছে গুগল। এর দিন কয়েক পরই ব্যবসায়ের পরিবর্তন এনে অ্যালফাবেট প্রতিষ্ঠা করা হয়। নতুন সেই বিভাগ চালুর সময় গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্জে ব্রিন এক ব্লগ পোস্টে লিখেছিলেন, ‘তারা নতুন প্রযুক্তিগুলোকে প্রাথমিক ধাপ, গবেষণা এবং উন্নয়ন, থেকে ক্লিনিক্যাল টেস্টিং স্তরে নিয়ে যেতে অন্যান্য জীবনবিজ্ঞান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করা অব্যাহত রাখবে। এবং আশা করছি রোগ শনাক্তকরণ, দূরীকরণ এবং ব্যবস্থাপনার কাজ সুগম হবে।’
অংশীদারত্বের ভিত্তিতে গুগলের এটাই প্রথম প্রকল্প নয়। শল্যচিকিৎসায় উন্নত রোবোটিক যন্ত্র তৈরি করতে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে কাজ করেছে অ্যালফাবেট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি