বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অনলাইনে কেউ আপনাকে খুঁজলে জানিয়ে দেবে গুগল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৬

 পূর্বাশা ডেস্ক: অ17rvtazyb022gjpgজান্তে কেউ অনলাইনে আপনাকে খুঁজছে? এবার থেকে তা জানিয়ে দেবে গুগল। ইন্টারনেটে যতবার আপনার নামের উল্লেখ হবে ততবারই চলে আসবে ই-মেল। গুগল সার্চে ‘স্টে ইন দ্য লুপ’ ফিচারটি এনে দিচ্ছে এই সুবিধা।

কিভাবে কাজটি হবে। প্রথমে গুগলে গিয়ে জি-মেল অ্যাকাউন্টে লগইন করুন। তারপরগুগল সার্চ ওপেন করলেই আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। এরপর পেজের একেবারে নিচে লেখা উঠবে উইজেট। ‘স্টে ইন দ্য লুপ’ উইজেট দেখা যাবে আপনার নামের সার্চ রেজাল্ট। ‘স্টে ইন দ্য লুপ’এ ক্লিক করলেই গুগল অ্যালার্ট ফর্মদেবে। যাতে আপনার নাম কোটেশন মার্কের ভেতরে থাকবে। এরপর ‘ক্রিয়েট অ্যালার্ট’ ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

শুধু নিজের নামই নয়, অনেক কিছু সম্পর্কেই এলার্ট পাওয়া যাবে এভাবে। নিজের নামের জায়গায় স্মার্টফোন লিখে দিন। তাহলে স্মার্টফোন সংক্রান্ত গুগল সার্চের সব তথ্যে আপনি পেয়ে যাবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি