শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নানা আয়োজনে বন্ধুদিবস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৬

2016-Best-Happy-Friendship-Day-Card

পূর্বাশা ডেস্ক:

বন্ধু মানে হৃদয়ের অব্যক্ত কথাগুলো ভাগাভাগি করা, বন্ধু মানে নির্ভরতা। বন্ধু মানেই হাত বাড়িয়ে হৃদয় ছোঁয়া, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেসে যাওয়া। বয়সের সঙ্গে বয়সের মিল নয়, বন্ধু মানে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। বন্ধু মানে একাকীত্বকে দূরে ঠেলে, খুব প্রয়োজনে খুঁজে পাওয়া নির্ভারযোগ্য দুটি হাত। হাসি-কান্না আর খুনসুটির পথচলা।

প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববার পালন করা হয় এ দিনটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মোবাইল এসএমএস আর সরাসরি ফুল-কার্ড-উপহার আদান-প্রদানের মধ্য দিয়ে দিনটিকে বিশেষ একটি রুপ দিয়ে যাচ্ছে নানা বয়সী মানুষেরা। ১৯৩৫ সালে মার্কিন কংগ্রেস বন্ধুদের সম্মানে একটি দিন উৎসর্গ করার কথা মাথায় রেখে দিবসটি পালনের ঘোষণা দেয়। একসঙ্গে দিনটিতে সরকারি ছুটি হিসেবেও নির্ধারণ করা হয় যুক্তরাষ্ট্রে। তখন থেকেই দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বিশেষ করে প্যারাগুয়েতে বিশাল আয়োজনে বন্ধু দিবস পালন করা হয়। ধীরে ধীরে এই দিবসটি যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তবে বন্ধু দিবস ঘোষণার উৎপত্তি বা কারণ ঠিক কী তা সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা অথ্যাৎ প্রথম বিশ্ব যুদ্ধে ভয়াবহতা-হিংস্রতার জন্য বন্ধুর অভাব হয়েছিলো। ফলে রাষ্ট্রীয়ভাবে বন্ধু দিবস নির্ধারিত করা হয়েছে বলেও অনেকে মনে করেন। অনেকে আবার বলেন, বন্ধু দিবসটি আরও আগে থেকে চলে আসেছে। ধারণা করা হয় ১৯১৯ সালে আগস্টের প্রথম রোববার বন্ধুরা নিজেদের মধ্যে ফুল, কার্ড দিয়ে উপহার বিনিময় করেছিলেন। সম্প্রতি বন্ধু দিবসের দিন তারিখ অনেক দেশে বদলানো হলেও বাংলাদেশেও বেশ জমকালোভাবে পালিত হয় দিনটি।
ভৎরবহফংযরঢ় ফধু-২সৃষ্টির শুরু থেকে মানবসমাজ বন্ধুত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ। বন্ধু ছাড়া বেঁচে থাকা যেন নিঃসঙ্গতাকে বেছে নেয়া। জীবনের কোনো না কোনো বাঁকে বন্ধু মেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কালের বিবর্তনে বন্ধুত্বের ধরনে পরিবর্তন এলেও এর আবেদন সেই আদি অকৃত্রিম। তবে বন্ধুত্ব চিরন্তন হলেও যুগে যুগে বদলেছে এর ধরন। বন্ধু ভেবে ভুল মানুষকে কাছে টেনে হোঁচট খেয়েছেন অনেকেই। বিশ্ব বন্ধু দিবসে তাই সবার আগে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। কারণ সময়ের ব্যবধানে ঈর্ষা, ক্ষোভ আর লালসার কাছে অনেক সময়ই অতলে হারায় এই বন্ধন।

বন্ধু যেমন জীবনে যোগায় প্রেরণা, তেমনি নিয়ে যেতে পারে বিপথেও। তাই নতুন বন্ধুর ডাকে সাড়া দেয়ার আগে তার মানসিকতা ভালোভাবে জেনে নেয়ার পরামর্শ মনোবিজ্ঞানীদের। তাই বিশ্ব বন্ধু দিবসের আবেদন দৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন, জয় হোক বন্ধুত্বের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি