বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » বাংলামেইলের মালিক, ভা.সম্পাদকসহ ৪ জনের নামে আইসিটি আইনে মামলা


বাংলামেইলের মালিক, ভা.সম্পাদকসহ ৪ জনের নামে আইসিটি আইনে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৬

bm20160808171716

ডেস্ক রিপোর্ট ঃ

ভূয়া খবর প্রকাশের জেরে অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল এর মালিক ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা ঠুকেছে  র‌্যাব। সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন নিউজ পোর্টালটির মালিক ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ। ফজলুল আজিম ছাড়া বাকি ৩ জন বর্তমানে র‌্যাব-৩ এর কার্যালয়ে আটক রয়েছেন।

র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) খন্দকার সরোয়ার আলম  মামলার বিষয়টি নিশ্চিত করেন । তিনি বলেন, ভুয়া খবর প্রকাশের কারণে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।  তবে তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি