বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সব সাংবাদিক হত্যার বিচার করা হবে : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৬

pm-done20160723114842

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব সাংবাদিক হত্যার বিচার করা হবে। কেউই পার পাবে না। অনেক সময় হত্যার স্বাক্ষী পাওয়া যায় না। যে কারণে বিচারকাজ বিলম্বিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিক হত্যার বিচারের জন্যে সবার সহযোগিতা দরকার। এরইমধ্যে এক সাংবাদিক হত্যার বিচার হয়েছে। অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে।

বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে ‘অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মধ্যে সহায়তা ও অনুদানে’র চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নিজেকে গণমাধ্যম পরিবারের একজন হিসেবে উল্লেখ করে বলেন, ‘জাতির পিতা কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার তৎকালীন পূর্ববঙ্গের প্রতিনিধি ছিলেন। বঙ্গবন্ধু তার ‘অসমাপ্ত আত্মজীবনী’তে এ সম্পর্কে অনেক কথাই লিখেছেন। সেদিক থেকে আমিও গণমাধ্যম পরিবারেরই একজন সদস্য।’

প্রধানমন্ত্রী সাংবাদিকদের ফান্ডে আরো অর্থ অনুদানের আহবান জানিয়েছেন বলেন, সাংবাদিকদের কল্যাণে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ স্থাপনে আমার ব্যক্তিগত আগ্রহ কাজ করেছে। আপনারা (সাংবাদিক) কেউ আমাকে কোনো পরামর্শ দেয়নি। নিজ উদ্যোগে করেছি। এ বিষয়ে অনুপ্রেরণা পেয়েছিলাম জাতির পিতার কাছ থেকে। কেননা জাতির পিতা সংবাদপত্রে কাজ করতেন।

এরপর প্রধানমন্ত্রী অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মধ্যে সহায়তা ও অনুদানের চেক বিতরণ করেন।

তিনি বলেছেন, অনলাইন পত্রিকা ব্যাপকভাবে বের হচ্ছে। তবে এর কোনো নীতিমালা নেই। সবাইকে একটা নীতিমালায় আসতে হবে। অনলাইন পত্রিকার জন্যে নীতিমালা জরুরি। ইতোমধ্যে আমরা এবিষয়ে কাজ শুরু করেছি।

শেখ হাসিনা বলেন, কেউ যাতে অশ্লীলতা ছড়াতে না পারে সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি অনলাইন পত্রিকার নীতিমালা করে ফেলবো।

‍তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়নে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা চাই- আমাদের দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা হোক। সমালোচনা গঠনম‍ূলক হতে হবে, শিক্ষণীয় হতে হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আইভি রহমানকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁকে দেখতে যান। তখন আইভি রহমানের ছেলে মেয়েদের একটা ঘরে তালা বন্ধ করে রেখে দেওয়া হয়। প্রায় ৩ ঘন্টা তাদেরকে একটি ঘরে বন্ধ করে রাখা হয়। তাদের প্রতি কোন সহানুভূতিও দেখানো হয়নি বরং আইভি রহমানের ছেলে-মেয়েসহ আরো কয়েকজনকে আটকে রাখা হয়। তার সন্তানদের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখানো তো হয়নি। খালেদা জিয়া দেখার পরই আইভি রহমানের মৃত্যু হয়!

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কথাগুলো বলার কারণ হচ্ছে সেদিনের বিভৎস কেমন ছিলো সেটা তুলে ধরার জন্য। এই হামলার সাথে খালেদা জিয়ার মন্ত্রী পরিষদের সদস্য প্রতিমন্ত্রী, তার পূত্রসহ আরো অনেকেই এই হামলার সাথে জাড়িত ছিলো এতে কোন সন্দেহ নেই।

২১ আগস্টের গ্রেনেটটা উদ্ধার করে এক আইন শৃঙ্খলার অফিসার সংরক্ষণ করতে বলেছিলেন সে জন্য তাকে চাকরিতে পরবর্তীতে বেগ হয়েছিলো। এসময় তিনি আরো বলেন ,তৎকালীন সরকার খালেদা থাকাকালীন কেন্দ্রীয় কারাগারে একটি গ্রেনেড পাওয়া যায়। এটি কি করে সম্ভব হয় বলো ?

এসময় তিনি আরো বলেন জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আর শুধু স্বাধীনতা নয় স্বাধীনতার জন্য যা যা দরকার সবই দিয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দল করে কিন্তু তাদের কোনো অহমিকা নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি