বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লাকসামে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৩ শিশুসহ ৫ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৯.২০১৬

20160918_085922
সেলিম চৌধুরী হিরা , লাকসাম ঃ

কুমি¬ল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার পৌর এলাকার ছিলোনিয়া ব্রিজে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববতী খালে পড়ে দুই পরিবারের ৩ জন শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষèীপুর জেলার চাটখিল উপজেলার পাচগড়িয়া গ্রামের আনোয়ারুল কবির (৩৫), তার ছেলে সাইফ (৩) এবং একই জেলার আমানীয়া গ্রামের সাহাবুদ্দিন (৩৮), তার দুই মেয়ে রাইছা (৭) ও রিনছা (৪)। ওই গাড়ীতে থাকা গুরুতর আহত আনোয়ারুলের স্ত্রী, সাহাবুদ্দিনের স্ত্রী ও এক শিশু পৌর এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

20160918_083243

স্থানীয় সূত্র জানায়, বাড়িতে ঈদুল আযহার ছুটি শেষে রামগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছিলোনিয়া ফতেপুর এলাকায় একটি ওয়াগন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩১-৫৫৪১) পৌর এলাকার ছিলোনিয়া ব্রিজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় গাড়ীতে থাকা দুই পরিবারের ৩ শিশুসহ ৫ জন নিহত হয়। আহত হয় আরো ৩ জন।

20160918_084716

এ বিষয়ে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুঘর্টনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো হাইওয়ে ফাঁড়িতে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি