শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বে ৯০ শতাংশ মানুষই দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৬

chinaoffersrewardstosixregionstofightairpollution
পূর্বাশা ডেস্ক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র তথ্যানুযায়ী, বিশ্বে ৯০ শতাংশের বেশি মানুষ দূষিত বাতাসে শ্বাস নেয় এবং ৬৫ লাখ মানুষ বায়ু দূষণ জনিত রোগে ভুগে মারা যায়।
এনডিটিভি  জানায়, সম্প্রতি প্রকাশিত ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ু দূষণ জনিত রোগ ভুগে প্রতিবছর প্রায় ৮ লাখ মানুষের মৃত্যু হয়। ২০১২ সালের তথ্যানুযায়ী, তাদের অন্তত ৭৫ শতাংশের বাস ভারতে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি