শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আ’লীগের নেতৃত্বে আসছেন সজীব ওয়াজেদ জয়?


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

 

sojib-wajed-joy

এবারের কাউন্সিলে রংপুর থেকে কাউন্সিলর মনোনীত হয়েছেন জয়  বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পর কাউন্সিলে ফোকাস হবেন শুধু জয়  তরুণ নেতাদের দাবি জয় দলের নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখুন  দলে গুরুত্বপূর্ণ পদ ও সক্রিয় রাজনীতিতে জয়ের আসার ব্যাপারে সিদ্ধান্ত শুধু শেখ হাসিনার ।

ডেস্ক রিপোর্ট ঃ

আর মাত্র ১০ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল। সম্মেলনকে সফল ও অর্থবহ করতে দলটিতে চলছে ব্যাপক প্রস্তুতি। দিনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত ব্যস্ততায় পার করছেন নেতারা।  যদিও সভাপতি হিসেবে শেখ হাসিনার বিকল্প কোনো ভাবনা দল ও নেতাকর্মীদের মনে নেই, সম্ভাবনা নেই সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামেরও পরিবর্তনের। এরপরও অপরাপর গুরুত্বপূর্ণ পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে গুজব-গুঞ্জন ও আলোচনা। বিশেষ করে বয়সজনিত কারণে সভাপতির পদ থেকে শেখ হাসিনার অবসরের ভাবনা বাস্তবায়নের কোনো সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও দলের ভবিষ্যৎ নেতা হিসেবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার যোগ্য উত্তরাধিকার নিয়ে চলছে জোর আলোচনা। নেতা-কর্মীদের দাবি, সময়ের বাস্তবতায় একদিন শেখ হাসিনা যখন সত্যিই অবসরে যাবেন তখন যেন দলের নেতৃত্ব ‘খেই’ হারিয়ে না ফেলে; সেজন্য উপযুক্ত নেতৃত্ব দিতে এখনই প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে দলের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্বে আনা হোক।

বিশেষ করে আওয়ামী রাজনীতির মূল শক্তি সাবেক ছাত্রলীগের নেতারা যারা মূল দলে অপেক্ষাকৃত তরুণ তাদের দাবি ও প্রত্যাশা এবারের সম্মেলনের মাধ্যমেই জয় আওয়ামী রাজনীতিতে সক্রিয় হবেন। এবারই দলের নীতিনির্ধারণী পদে জয়কে দেখার প্রত্যাশা তরুণ নেতাদের। দলের অনেক নেতার সঙ্গে আলাপকালে তাদের এ দাবি বেশ জোরালো তা বোঝা গেছে। শুধু দলীয় রাজনীতিতে সক্রিয়তা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়কে দলের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে দেখতে চান টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের অধিকাংশ নেতা। বিশেষ করে দলের অপেক্ষাকৃত তরুণ নেতাদের আকাক্সক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় এখন থেকেই দলের নীতিনির্ধারণী দায়িত্বশীল পদে থেকে সক্রিয় রাজনীতি চর্চা শুরু করুন। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার যোগ্য উত্তরাধিকারী হিসেবে জয়ই আওয়ামী লীগের ভবিষ্যৎ কান্ডারী হবেন এমনটাই তাদের প্রত্যাশা। তাই এখন থেকেই তিনি দলকে, দলের নেতাকর্মীদের, দেশের রাজনীতি বুঝতে, চিনতে আরো সুযোগ পাবেন। দলের নেতাদের অভিমত, বিজ্ঞান আর প্রযুক্তির জয়-জয়কারের এ যুগে দেশকে এগিয়ে নিতে প্রযুক্তিভিত্তিক উন্নয়নের কোনো বিকল্প নেই। সে কারণেই তারা ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা পেশাদার তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়কে দলে সক্রিয় দেখতে চান। কারণ জয় ইতোমধ্যেই তার মেধা ও দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের অন্যতম কারিগর। ইতোমধ্যে আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলর হিসেবে জয়ের যোগ দেয়ার কথা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দলটি।

গত বৃহস্পতিবার দলের ধানমন্ডির কার্যালয়ে দপ্তর উপকমিটির রংপুর বিভাগের প্রস্তুতি বৈঠকে এ ঘোষণার কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি জানান, জয় রংপুর জেলা থেকে সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। হানিফ সাংবাদিকদের বলেন, রংপুর জেলা আওয়ামী লীগের কাছ থেকে কাউন্সিলদের যে তালিকা পাঠানো হয়েছে, তাতে সজীব ওয়াজেদ জয়ের নাম আছে। আগামী কাউন্সিলে রংপুরের কাউন্সিলর হিসেবেই তিনি সম্মেলনে যোগ দেবেন। এদিকে, গত কয়েক বছর ধরেই দলের জয়কে চান তরুণ নেতারা ভেতরে-বাইরে জয়কে সামনে আনার দাবি প্রবল হয়ে উঠেছে। তবে আওয়ামী লীগের এবারেব সম্মেলন ঘিরে এ দাবি উচ্চারিত হচ্ছে জোরালোভাবে। এ সম্মেলনেই বঙ্গবন্ধুর এ দৌহিত্রকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তরুণ নেতারা।

ওবায়দুল কাদের বলেন, ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ব্যক্তিগত সৌজন্যমূলক পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড পরিহার করে সবকিছু পরিহার করতে হবে। তিনি জানান, এবারের আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু, শেখ হাসিনার পাশাপাশি দলের ‘ভবিষ্যৎ নেতা’ হিসেবে সজীব ওয়াজেদ জয়কে ‘ফোকাস’ করা হবে। কাদের বলেন, ২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ব্যক্তিগত সৌজন্যমূলক পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড পরিহার করতে হবে। আমাদের দলের ‘ভবিষ্যৎ নেতা সজীব ওয়াজেদ জয়কে ফোকাস করতে হবে। এবারের জাতীয় সম্মেলনে ফোকাস হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের ভবিষ্যৎ নেতা সজীব ওয়াজেদ জয়। জাতীয় সম্মেলন উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে তৈরি ব্যানার ও পোস্টারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও জাতীয় নেতাদের ছবি ছাড়া আর কোনো ছবি থাকবে না। দলীয় সূত্রে জানা যায়, এর আগে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি সজীব ওয়াজেদ জয় তার পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ লাভ করেন। এরপর থেকেই মূলধারার রাজনীতিতে প্রধানমন্ত্রীপুত্রের সক্রিয় হওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা আর আলোচনা শুরু হয়। গত ২০১৫ সালে সজীব ওয়াজেদ জয়ের বাবার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে তাকে সদস্য হিসেবে রাখা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি