রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


১০ টাকা কার্ডের চাল যাচ্ছে নেতাদের বাড়িতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

250124_1

ডেস্ক রিপোর্ট ঃ

গোবিন্দগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনেকের অভিযোগ ১০ টাকা কার্ডের চাল নেতাদের ও স্বজনদের বাড়ীতে যাচ্ছে।

রাখালবুরুজ ইউপি’র ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আঃ লতিফ ও ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার আকন্দ যৌথ স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ্ করেন যে, ছোট অভিরামপুর দাঃ মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন (কার্ড নং-৩৩৩),আঃ লতিফ সহঃ শিক্ষক (৭২৭), ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ভাঙ্গিনা উজ্জল (২৭২), ভগ্নিপতি খবির উদ্দিন (১০৪) বোন আনোয়ারা (২৭৩) ও ভাই চাকুরীজীবি আশরাফুল (২৭৪), সভাপতির বড় সমদ্ধি স্ত্রী, শালা, শাশ্বড়ীসহ (১০৭ থেকে ২৫১ পযর্ন্ত একই পরিবারের সদস্য), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর মা আজিরন (৩১৩) ভাইয়ের স্ত্রী আসমা (৩১৪)সহ এমন কি প্রধান শিক্ষক, ব্যবসায়ী, বিত্তবান, বিদেশ প্রবাসীর পরিবারের সদস্যদের নামে ফেয়ার প্রাইসের কার্ড প্রদানের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এমনি অভিযোগ উঠেছে সারা উপজেলায়।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গোটা উপজেলায় এ ধরনের অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই সকল ইউনিয়নের জন- প্রতিনিধি ও ডিলারসহ সংশ্লিষ্টদের নিয়ে হতদরিদ্রদের নামে পূনরায় তালিকা সংশোধন করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নিদ্দের্শ দেওয়া হয়েছে।

১০ টাকা কেজি চাল হতদরিদ্ররা না পাওয়ায় চালের বাজারে এ কর্ম সূচির কোন প্রভাব পরেনি। পাশা-পাশি চালের বাজারে সক্রিয় সিন্ডিকেট এর কারনে কৃতিম সংকটে চালের বাজার বেসামাল হয়ে পড়েছে বলে বিজ্ঞমহল মন্তব্য করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি