বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » কী ছিল ওই প্রতিবেদনে, যার জন্য দেশ ছাড়ার নিষেধাজ্ঞা পাকিস্তানি সাংবাদিকের


কী ছিল ওই প্রতিবেদনে, যার জন্য দেশ ছাড়ার নিষেধাজ্ঞা পাকিস্তানি সাংবাদিকের


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

cyril2
ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের সন্ত্রাসবাদ ইস্যুতে সেনা বাহিনী ও সরকারের মধ্যে দ্বন্দ্ব নিয়ে এক রিপোর্ট প্রকাশের পর পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের সাংবাদিক সিরিল আলমেইদারের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমন ইস্যুতে ৬ অক্টোবর পাকিস্তানের শীর্ষ দৈনিক ডনে এই সাংবাদিকের এক অনুসন্ধানী রিপোর্ট নিয়ে হৈ চৈ পড়ে গেছে। সেনা বাহিনী ও নওয়াজ শরীফ সরকারের মধ্যে শীর্ষ পর্যায়ের এক বৈঠকের খবর প্রকাশ করা হয়।

ওই রিপোর্টে লেখা হয়েছে- সরকারের পক্ষ থেকে সেনা বাহিনী, বিশেষ করে পাকিস্তানের সেনা গোয়েন্দা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) কে স্পষ্টভাবে সাবধান করা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ঠিকমতো মোকাবেলা না করা হলে পাকিস্তান আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়বে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং আইএসআই প্রধান লে. জে. রিজওয়ান আখতার ও নেওয়াজ শরীফের ছোট ভাই পাঞ্জাবপ্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন।

একটি বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে ডনের সাংবাদিক সিরিল আলমেইদা ডনে লিখেছেন, ওই বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার ছোট ভাই এবং পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ অভিযোগ করেন, আইএসআই’র সঙ্গে যোগাযোগের কারণে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ঠিকমত ও কার্যকরি ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

ওই রিপোর্টে আরো লেখা হয় যে, আইএসআই প্রধানকে বলা হয়, পুলিশ সন্ত্রাসীদের আটক করলেও পরে আইএসআই তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

১২৩প্রতিবেদন আরো বলা হয়, পাকিস্তান সরকার দেশটিতে বাড়তে থাকা জঙ্গি নিয়ন্ত্রণ করতে না পারলে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়ে কেন্দ্রীয় ও প্রাদেশিক সেনা প্রধানদেরকে কড়া ভাষায় সতর্ক করেছেন।

গত ৬ অক্টোবর ডন পত্রিকায় সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান সেনার সঙ্গে সরকারের প্রবল মতবিরোধ হয়েছে এই খবর প্রকাশ্যে আসার পরই নওয়াজ শরিফ সরকারের  রোষানলে পড়েন ডনের ওই সাংবাদিক। তাঁর বিরুদ্ধে একটি নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয় সিরিল আলমেইডার বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ। যতদিন তদন্ত শেষ না হচ্ছে ততদিন দেশ ছেড়ে চলে যেতে পারবেন না সিরিল।

আলমেইদা মঙ্গলবার তার টুইটার বার্তায় লিখেছেন, দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা তালিকায় তার নাম রয়েছে। গতকাল সোমবার ওই সাংবাদিকের দুবাই বেড়াতে যাওয়ার কথা ছিল। তবে তাকে বিমানে উঠতে দেয়া হবে না বলে জানানো হয়। পরে তিনি লেখেন, “দ্বিধাগ্রস্ত দুঃখিত। আমার অন্য কোথাও চলে যাওয়ার কোনও অভিপ্রায় ছিল না। এটি আমার বাসভূমি। আমি পাকিস্তানেই থাকবো।”

পাকিস্তান সরকারের এমন নোটিশের পরে পাকিস্তান সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছে দেশটির সংবাদপত্র ডন। ডনের পক্ষ থেকে বলা হয়েছে উপযুক্ত তথ্য প্রমাণ যাচাই করে খবরটি প্রকাশ করা হয়েছিল।

কর্তৃপক্ষ আলমেইদার পক্ষ নিয়েছে এবং বলেছে, কোনও প্রতিবেদন ছাপানোর আগে তারা বরাবরই তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে নেয়। তাদের অভিযোগ, ‘পাকিস্তান সরকার দেশটির সবচেয়ে প্রভাবশালী পত্রিকাকে বলির পাঁঠা বানাতে চাইছে’।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ডনের ওই রিপোর্ট মনগড়া। তবে ডন বলছে, তাদের রিপোর্ট সত্য এবং তারা এটাকে প্রত্যাহার করবে না। পাকিস্তানের বেসামরিক সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক বরাবরই বৈরী। যে কারণে ১৯৪৭ সালে স্বাধীনতার পর দেশটিতে তিনবার সামরিক অভ্যূত্থান হয়েছে।
এদিকে ভারত সবসময় অভিযোগ করে, জইশ-ই-মুহাম্মদ এবং লস্কর-ই-তাইয়্যেবার মত কিছু চরমপন্থি গোষ্ঠী আইএসআই’র ছত্রছায়ায় রয়েছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সেনা ঘাঁটিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়।

ওই হামলার পরে ভারত অভিযোগ করে বলে, পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা ওই হামলা চালিয়েছে এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গোপনে দেশটির জঙ্গিদের সমর্থন দিয়ে আসছে। তবে পাকিস্তান সরকার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি