বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আলেপ্পোতে বিমান হামলায় নিহত অন্তত ৮১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০১৬

base_1476340899-1

পূর্বাশা ডেস্ক:

সিরিয়ার যুদ্ধ কবলিত আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী ও রাশিয়া যৌথভাবে বিমান হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৮১ বেসামরিক সিরীয় নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) বিভিন্ন সময় চালানো বিমান হামলার ঘটনায়  নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

আলোপ্পোর ফেরদৌস নামক একটি জায়গার ব্যস্ত বাজারে বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৮৭ জন। স্থানীয় ডাক্তার ফরিদা বলেন, ‘স্থানীয় বাজারের অনেক স্থাপনাই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা ভয়াবহ একটি ধ্বংসযজ্ঞ।’ প্রেসিডেন্ট আসাদ অনুগত বাহিনী শহরটির অন্তত সাতটি দিক থেকে একযোগে হামলা করেছে বলে জানা গেছে।

আলেপ্পোভিত্তিক উদ্ধারকারী সংস্থা ‘হোয়াইট হেলমেটস’ এর মুখপাত্র আবু লেইথ বলেন, ‘আমরা এখনও ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা করছি। বিমান হামলায় কেবল ফেরদৌসেই অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।’

এদিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, আলেপ্পোতে আটকা পড়া দুই লাখ ৭৫ হাজার মানুষের জন্য সেখানে এখন কেবল ১১টি অ্যাম্বুলেন্স আর ৩৫ জন ডাক্তার রয়েছেন। ফেরদৌস এলাকার স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগের নার্স মোদার শেইখো বলেন, ‘আমাদের এখানে কেবল তিন জন ডাক্তার এবং আট জন নার্স রয়েছেন। তাই আমরা সব রোগীকে চিকিৎসা দিতে পারছি না।’

এর আগে সিরীয় বাহিনী জানিয়েছিল, তারা স্থানীয়দের শহর ছেড়ে যাওয়ার সুযোগ করে দিতে আলেপ্পোতে বিমান হামলার মাত্রা কমাবে। তবে আল-জাজিরার বিশেষ প্রতিনিধি জেইনা খোদর বলেন, ‘কয়েকদিন বিমান হামলার তীব্রতা কমানো হলেও বেসামরিক মানুষদের আলেপ্পো থেকে বেরিয়ে আসার কোনো করিডোর ছিল না।’

প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে বিদ্রোহীদের ওপর ক্রমাগত বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। এসব হামলার প্রেক্ষিতে আলেপ্পোসহ সংশ্লিষ্ট এলাকায় অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলেপ্পোতে রুশ বিমান হামলা বন্ধে ফ্রান্সের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি