মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতীয় জওয়ান চান্দু তাদের হেফাজতেই: পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০১৬

babu

ডেস্ক রিপোর্টঃ

অবশেষে ভারতীয় সেনার জওয়ান চান্দু বাবুলাল চৌহান তাদের হেফাজতে রয়েছে বলে স্বীকার করল পাকিস্তান। ঘটনার দীর্ঘদিন পর জওয়ানের হেফাজতে থাকার কথা স্বীকার করে নিল ডিজিএমও। শুক্রবার পাকিস্তান ডিজিএমওর তরফে জানানো হয়েছে, ভারতীয় জওয়ান চান্দু বাবুলাল চৌহান ইসলামাবাদের হেফাজতে রয়েছে।  মানকোটের পশ্চিমে ঝান্দ্রুতে পাক সেনা তাঁকে আটক করে। এই মুহূর্তে নিকায়ালের হেড কোয়ার্টারে রাখা হয়েছে চান্দুকে।

প্রসঙ্গত, সার্জিক্যাল স্ট্রাইকের পরের দিনি ভুল করে ভারত-পাক নিয়ন্ত্রণরেখা পেরিয়ে যান ৩৭ নম্বর রাষ্ট্রীয় রাইফেলের জওয়ান চান্দু বাবুলাল চৌহান। সেইসময় নিয়ন্ত্রণরেখা টহল দিচ্ছিলেন তিনি। তাঁর হাতে অস্ত্রও ছিল। মুহূর্তের মধ্যে ভারতের তরফে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করা হয় পাকিস্তানের সঙ্গে। কিন্তু ভারতের যোগাযোগের পরও কোনও উত্তর দেয়নি পাকিস্তান। কিন্তু এর দীর্ঘদিন পর অবশেষে তাঁদের হেফাজতে ভারতীয় সেনা থাকার কথা স্বীকার করল পাকিস্তান।

অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখায় টহলের সময় এধরনের ঘটনা অস্বাভাবিক নয়। পাশাপাশি চান্দুর দ্রুত মুক্তির ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি