বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢামেকে অ্যাম্বুলেন্সের অভাবে রোগীদের দুর্ভোগ চরমে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৬

1_98297

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স না ঢোকায় ভোগান্তিতে পরেছে দূর থেকে আসা রোগীরা। নিহতের লাশ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের।

বংশাল থেকে আসা ফারুক হোসেন জানান, তার দুলাভাই জুম্মন আলী পায়ের সমস্যার কারণে গত একসপ্তাহ আগে ঢাকা মেডিকেলের ২১৯ নং ওয়ার্ডে ভর্তি হন। সোমবার সকাল সারে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় জুম্মন আলীর মৃত্যু হয়। কিন্তু এই লাশ নিয়ে জরুরি বিভাগের সামনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অপেক্ষা করেও কোনো অ্যাম্বুলেন্স পাননি।

এদিকে হাজী সিরাজুল ইসলাম (৯০) কুমিল্লা থেকে সোমবার দুপুর ১২টার দিকে এসে ভর্তি হন ৬০১ নং ওয়ার্ডে। সেখানে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয় দুপুর সাড়ে ১২টার দিকে। মৃত সিরাজুল ইসলামের ছেলে মফিদুল ইসলাম জানান, বাবার লাশ নিয়ে কীভাবে দেশে ফিরবেন তা নিয়ে চিন্তায় পড়েন।

ঢাকা মেডিকেলের ৮০২ নং ওয়ার্ডের রোগী সিতারা বেগম (৫৬) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান। মৃত সিতারা বেগমের স্বামী নুরুল আমিন জানান, তারা সুনামগঞ্জ নিজ বাড়িতে যাবেন লাশ নিয়ে। কিন্তু অ্যাম্বুলেন্স না পাওয়ায় বিপাকে পরেছেন।

এ ব্যাপারে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক দীন ইসলাম দীন জানান, অ্যাম্বুলেন্স যদি আটক করা হয় সে ভয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করতে পারবে। তবে গাড়ি এলোমেলোভাবে রাখতে পারবে না বা কোন গাড়ি পার্কিং করা যাবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি