বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পদ্মাসেতু প্রাণী জাদুঘরে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৬

sha-sm20161018102310
ডেস্ক রিপোর্ট  :

পদ্মাসেতু এলাকা থেকে ফিরে: ঢাকা থেকে ‍মাওয়ার পথে পদ্মা তীরে পৌঁছাতে বাকি আরও দেড় কিলোমিটার। তার আগেই হাতের বা দিকে পদ্মাসেতু প্রকল্পের অফিস। প্রকল্পের ভাষায়, এটি ‘সার্ভিস এরিয়া’। কয়েক স্তরের নিরাপত্তার ভেতরে এখানে থাকেন বাংলাদেশ ও চীনের প্রকৌশলীরা।

তাদের সঙ্গে এখন শিয়াল, কুকুর, ‍সাপ, বিচ্ছু, ব্যাঙদেরও এনে রাখা শুরু হয়েছে।

১১৪ প্রজাতির প্রাণীর একটি জাদুঘরের বাসিন্দা সেসব শিয়াল, কুকুর, ‍সাপ, বিচ্ছু, ব্যাঙ। ঘরের ভেতরে কয়েকটি পার্টিশন করে প্রাণীগুলোকে এমনভাবে রাখা হচ্ছে, যেন মনে হয়, একেবারে জ্যান্ত।

বিষধর পদ্ম গোখরা থেকে শুরু করে কুনো ব্যাঙ পর্যন্ত আছে এই জাদুঘরে। দিনে দিনে বাড়ছে জাদুঘরের সংগ্রহ। টার্গেট ৫ হাজার প্রাণীবৈচিত্র্য রাখা।

জাদুঘরে প্রবেশ করে বা দিকে তাকালে ১০ থেকে ১২টি সাপের ভয়ঙ্কর আক্রমণাত্মক দৃশ্যের সামনে পড়তে হতে পারে! কিন্ত ভয় নেই। সাপগুলো কাঁচের বোতলের  ভেতরে বন্দি।  আর ভয়ঙ্কর বিষধর পদ্ম গোখরা সাপ তার শরীরের খোলস হারিয়ে শুধু সাদা হাড় নিয়ে কাচের বাক্সে বন্দি হয়ে আছে।

প্রথম পর্যায়ে জাদুঘরটির সংগ্রহ বাড়ানো এবং তার সংরক্ষণ নিয়েই বেশি মনোযোগী কিউরেটরসহ মাঠকমীরা। আগামী  ৫ বছর ধরে জাদুঘর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এখন মাত্র ৬ থেকে ৭ মাস পার হয়েছে। এরই মধ্যে জাদুঘরে এসেছে প্রায় ৫০০ প্রাণীবৈচিত্র্য। তবে এখনই এটি উন্মুক্ত নয় সাধারণের  জন্য।  এটি দেখতে হলে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

জাদুঘর সংশ্লিষ্টরা জানান, পদ্মাসেতু প্রকল্প এলাকা এবং তার আশেপাশের  নানা জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে এবং ভবিষ্যত প্রজন্মকে এগুলোর সঙ্গে পরিচিত করাতে জাদুঘরের উদ্যোগ নেওয়া হয়েছে। যমুনা সেতু গড়ে তোলার পর সেখানেও এরকম একটি জাদুঘর করা হয়েছিলো। তবে পদ্মাসেতুর জাদুঘর আরও বড় এবং পরিকল্পিতভাবে করা হচ্ছে। যেন ভবিষ্যতে দেশের যে কেউ এবং বিদেশিরা এগুলো দেখতে পারেন।

‍জাদুঘরের কিউরেটর ড. আনন্দ কুমার দাস জানান, পদ্মাসেতু ও এ এলাকার প্রাণী জগত সংরক্ষণের তাগিদ থেকে তাদেরকে সংগ্রহের একটি লক্ষ্য দেওয়া হয়েছে। বিভিন্ন বন্যপ্রাণী এবং সাপ, ব্যাঙ টিকটিকি, কচ্ছপ, হরিণ, ইঁদুর, পোকামাকড়, প্রজাপ্রতির পাশাপাশি এ এলাকার ঐতিহ্যবাহী মাছ ধরার যন্ত্র ও বিভিন্ন ধরনের নৌকাও জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে।

‘পদ্মাসেতু এলাকা বা আশেপাশে যেখান থেকেই আমরা যখন জানতে পারি, কোনো প্রাণী মারা গেছে, সেখান থেকে আমরা গিয়ে এটা নিয়ে আসি’- বলেন আনন্দ কুমার, যিনি আগের যমুনা সেতু জাদুঘরেরও দায়িত্বে ছিলেন।
তিন বছরের মধ্যে নতুন স্থাপনায় ‍আরও বড় পরিসরে যাবে জাদুঘর- এমন পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তাদের ধারণা, বাংলাদেশে প্রায় ৬০০ প্রজাতির পাখির মধ্যে অন্তত ২৫০ প্রজাতি পদ্মা নদীর ওপর দিয়ে চলাচল করে। এছাড়া রয়েছে ১২০ প্রজাতির মাছ, ৩০ থেকে ৪০ প্রজাতির পশু, ২০ ধরনের সরীসৃপ, ১৬ জাতের ব্যাঙ, কয়েক হাজার পোকা-মাকড়, ১০০ প্রজাতির প্রজাপতি, যা জাদুঘরে সংরক্ষণ প্রয়োজন।

জাদুঘর ঘুরে দেখা গেছে,  এখানে ৯ প্রজাতির ১৫টি স্তন্যপায়ী প্রাণী, ১২ প্রজাতির ১৭টি পাখি, ১৬ প্রজাতির ৪৭টি সরীসৃপ, ১১ প্রজাতির ১৩টি উভচর,  ১১২ প্রজাতির ১১২টি মাছ, ১৬ প্রজাতির ১৬টি কাঁকড়া, ২৫ প্রজাতির ১৫৩টি চিংড়ি, ১৮ প্রজাতির ১৮টি ঝিনুক, ১২ প্রজাতির ১৫টি পাখির বাসা, ৫ প্রজাতির ৯টি পাখির ডিম এবং ৩টি মাছ ধরার সরঞ্জাম আছে।

কিউরেটর জানান, জাদুঘরের জনবল মোট ২৬ জন। এর মধ্যে ১৩ জন মাঠকর্মী  কনসালট্যান্ট বা থিংক ট্যাংক হিসেবে আছেন, যাদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক। এছাড়াও রয়েছেন রিসার্চ অ্যাসোসিয়েট, টেকনোলজিস্ট ও সাপোর্টিং স্টাফ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি