বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যেখানে জনসংখ্যার দ্বিগুণ বিড়াল!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

cat-sm20161023052922

ডেস্ক রিপোর্টঃ

জাপানের মিয়াগি জেলার ইশিনোমাকি উপকূলের দ্বীপ তাশিরোজুমা। এই দ্বীপের অধিবাসীদের অধিকাংশই জেলে। তারা তাদের পোষা বিড়ালকে দেবতা মনে করে যত্ন করে থাকেন। বিড়ালকে তাদের মূল জীবিকা মাছ ধরার অভিভাবক হিসেবেও বিবেচনা করা হয়।

তবে সবচেয়ে মজার তথ্য হল, প্রাকৃতিক দৃশ্যাবলীর এই দ্বীপটিতে জনসংখ্যা ১০০ জনের মতো, কিন্তু সেই জনসংখ্যার দ্বিগুণ অর্থাৎ প্রায় ২০০টি বিড়াল রয়েছে সেখানে। এই দ্বীপকে বিড়ালের স্বর্গরাজ্যও বলা হয়।

জেলেরা উপকূলে মাছ ধরার নৌকাগুলো প্রতিবার ভেড়ানোর সময় বিড়ালগুলো মাছ খাওয়ার আশায় সেখানে এসে জড়ো হয়। তখন জেলেরা বিড়ালগুলোকে মাছ খেতে দেয়।

জাপানের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা বিড়াল দেখতে তাশিরোজুমা দ্বীপে বেড়াতে আসেন। এই দ্বীপের মধ্যে বিড়ালের একটি মঠও রয়েছে। স্থানীয়দের ধারণা হল, সাগরের নিরাপত্তা এবং প্রচুর মাছ ধরার দেবতা এসব বিড়াল।

২০১১ সালে পূর্ব জাপানে ভূমিকম্পের পর ইউতাকা হামা নামে জনৈক ব্যক্তি একটি পুনর্গঠন তহবিল গঠন করেন।

এই পুনর্গঠন তহবিলের পক্ষ থেকে জাপানের বিড়াল ভক্তদের কাছে আবেদন জানানো হয়। তহবিলে যারা অবদান রাখেন পরবর্তীতে তাদের কাছে বিড়াল এবং ঝিনুক পাঠানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি