বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চীন যে কারণে পরাশক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৬

251816_1

ডেস্ক রিপোর্ট ঃ

পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তখন তার প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে পড়ে। তারপর থেকে আড়াই দশক ধরে যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র পরাশক্তি। কিন্তু এখন মনে হচ্ছে, তাদের একচেটিয়া আধিপত্যের দিন শেষ হতে চলল। অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনকে বিবেচনা করছে। এমনকি অদূর ভবিষ্যতে চীন হতে পারে একমাত্র পরাশক্তি, এমন পূর্বাভাসও কারো কারো কাছ থেকে পাওয়া যাচ্ছে।

এমনটা ভাবার কারণ কেবল চীনের উত্থান নয়, যুক্তরাষ্ট্রের অবস্থান ক্রমেই দুর্বল হতে থাকাও। বিশেষ করে অর্থনৈতিকভাবে চীন যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রের পক্ষে তার অবস্থান ধরে রাখা খুব সম্ভবত সম্ভব নয়, যদি না চীন নিজেই কোনো কারণে পিছিয়ে পড়ে।
চীনকে পরাশক্তি বিবেচনার সবচেয়ে বড় কারণ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি। কয়েক বছর ধরে চীন যে গতিতে এগিয়ে চলেছে, তা এককথায় অনন্য। অন্য কোনো দেশ এত দীর্ঘ সময় ধরে এত প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। কোনো কোনো হিসাবে দেখা যায়, ২০১৪ সালেই অর্থনৈতিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। এই স্বীকৃতি কিন্তু দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। প্রভাবশালী এই সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৪ সালে চীনের জিডিপি ছিল ১৭ শতাংশ আর যুক্তরাষ্ট্রের ১৬ শতাংশ। জিডিপিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেলেও মাথাপিছু আয়ের দিক থেকে দেশটির চেয়ে অনেক পেছনে আছে চীন।

কোনো কোনো হিসাবে ২০২০ সালে ওই দিক থেকেও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। চীনা মুদ্রা ইউয়ান ২০২০ সাল নাগাদ রিজার্ভ কারেন্সি হিসেবে মার্কিন মুদ্রা ডলারকে ছাড়িয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে।

আরেকটি হিসাবে দেখা যাচ্ছে, চীন ২০২১ সাল নাগাদ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ওই সময় উভয় দেশের জিডিপি হবে ২৪ ট্রিলিয়ন ডলার।

যে হিসাবটাই সত্যি হোক না কেন, প্রতিদ্বন্দ্বিতা এই দুই দেশের মধ্যেই। তৃতীয় কোনো দেশের অস্তিত্ব কাছাকাছি অন্তত নেই।

এক হিসাবে দেখা যায়, ১৯৭০ সালে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবদান ছিল ২১.২ শতাংশ। ২০০০ সাল পর্যন্ত তা মোটামুটি একই ছিল। তার পর থেকে তার পতন হতে থাকে। ২০১৫ সালে তার অবদান দাঁড়ায় ১৬.৭ শতাংশ। ২০২৫ সাল নাগাদ তা হবে ১৪.৭ শতাংশ।অন্য দিকে ১৯৭০ সালে চীনা অবদান ছিল মাত্র ৪.১ শতাংশ। ২০১৫ সালে তা দাঁড়ায় ১৫.৬ শতাংশ। ২০২৫ সালে তা হবে ১৭.২ শতাংশ।

চীন কেবল অর্থনৈতিক বা সামরিক শক্তিতেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও দ্রুত এগিয়ে আসছে। প্রতিটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।

চীনের কার্যক্রম এখন কেবল এশিয়াতেই নয়, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকাতেও ছড়িয়ে পড়েছে। এই দুই মহাদেশে ইতোমধ্যে দেশটি শক্ত অবস্থান সৃষ্টি করে নিয়েছে। বিশেষ করে অবকাঠামো খাতে এসব দেশে বিনিয়োগ যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে দিচ্ছে।

এসব দেশকে নিয়ে চীনের একটি বহুল আলোচিত উদ্যোগ হলো ‘সিল্ক রোড ইকোনমিক বেল্ট এবং ২১ শতকের সামুদ্রিক সিল্ক রোড’। এটা ‘দি বেল্ট অ্যান্ড দি রোড’ নামেও পরিচিত। চীনের সাথে ইউরোপ-এশিয়ার দেশগুলো সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার উদ্যোগ এটি। এর মাধ্যমে বৈশ্বিক ব্যাপারে চীন আরো বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা করা যাচ্ছে। মূলত প্রাচীন সিল্ক রোডের সূত্র ধরে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য ও রাশিয়ার মাধ্যমে ইউরোপকে নিয়ে চীনের সিল্ক রোড ইকোনমিক বেল্ট।

আর সামুদ্রিক সিল্ক রোডের মাধ্যমে দক্ষিণ চীন সাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এক সুতায় বাঁধা পড়বে। ফলে আফ্রিকা উপকূলও চলে আসবে চীনের প্রভাববলয়ে।

এশিয়ায় চীন এর মধ্যেই বেশ এগিয়ে গেছে। বিশেষ করে পাকিস্তান ও শ্রীলঙ্কায় দু’টি বিশাল সমুদ্রবন্দর নির্মাণ তাদের বেশ শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

আফ্রিকা-চীন সম্পর্কও এখন তুঙ্গে। মহাদেশটির অবকাঠামো উন্নয়নে সম্প্রতি দেশটি ৬০ বিলিয়ন ডলার ঋণ ও সাহায্যচুক্তি করেছে। বহুল আলোচিত ‘মুক্তার মালা’ প্রকল্পটি চীনা ভূখণ্ডকে সমুদ্রপথে সুদান বন্দর, মানদেব প্রণালী, মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী, লমবক প্রণালীর মধ্যে যোগাযোগব্যবস্থা চালু হবে। এই পরিকল্পনায় পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ ও সোমালিয়া থাকবে কেন্দ্রবিন্দুতে।

ল্যাটিন আমেরিকায় খোদ যুক্তরাষ্ট্র পিছিয়ে আসছে, চীন প্রবলভাবে ঢুকছে। এর একটি প্রমাণ হলো সম্প্রতি ল্যাটিন আমেরিকার দেশগুলোকে ৩০ বিলিয়ন ডলারের ঋণ প্রদান।

বিভিন্ন মহাদেশে চীনের ভূমিকা বাড়ানোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সামরিক উপস্থিতির মাধ্যমে নয়, বরং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক গড়া। চীনাদের মতে, এর মাধ্যমেই স্থায়িত্ব বন্ধুত্ব গড়া সম্ভব। তারা এই নমনীয় শক্তিকেই ভর করে এগিয়ে যেতে চাইছে।

সেইসাথে বন্ধু বাড়ানো, শত্রুকে ভয় দেখানো, সামরিক বাহিনীকে আধুনিকায়ন করা, নিজের সার্বভৌমত্ব ঘোষণার ব্যাপারে কোনো ধরনের ছাড় না দেয়ার মনোভাব পরাশক্তির মর্যাদা দিতে সবাইকেই ইতোমধ্যে বাধ্য করেছে। এমনকি যুক্তরাষ্ট্রও চীনকে প্রতিদ্বন্দ্বী ধরে নিজেকে তৈরি করার চেষ্টা চালাচ্ছে।

একসময় জাপানকে বিবেচনা করা হয়েছিল সম্ভাব্য পরাশক্তি। এই ১৯৮০-এর দশকেও জাপান ছিল তাদের হিসাবের মধ্যে। ২০১৬ সালেও দেশটি বিশ্বের দশম বৃহত্তম জনসংখ্যার দেশ এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও কেউ এখন আর সম্ভাব্য পরাশক্তি বিবেচনা করে না। বিশ্বের কাছে জাপান এখন ক্ষয়িষ্ণু শক্তির প্রতিনিধি। প্রধানত জনসংখ্যার একটি বড় অংশ প্রবীণ হয়ে পড়ায় জাপান পিছিয়ে পড়ছে।

সম্ভাব্য পরাশক্তির দাবিদার হিসেবে কেউ কেউ ক্ষীণ কণ্ঠে ব্রাজিলের কথাও বলেছিল। কিন্তু দেশটি সে সম্ভাবনাকে জোরাল করতে পারেনি।

ভারতকে নিয়েও অনেকে মাতামাতি করে। বিশাল জনসংখ্যাকে নিয়ে ভারতও সেই স্বপ্ন দেখে। কিন্তু এত পিছিয়ে আছে ভারতের পক্ষে শিগগিরই প্রতিযোগিতায় নামা সম্ভব নয়।

বর্তমান তুর্কি নেতৃত্ব নিজেদের উসমানিয়া সাম্রাজ্যের প্রতিনিধি বিবেচনা করে। রজব তাইয়েব এরদোগানকে অনেকে ‘সুলতান’ হিসেবেও অভিহিত করেন। তিনি কিন্তু উসমানিয়া সালতানাতকে গর্বের সাথেই উল্লেখ করেন। খুব দ্রুত গতিতে তাদের উত্থান ঘটছে। তবে এই ধারা অব্যাহত থাকলেও তাদের শীর্ষ পর্যায়ে উঠে আসতে অনেক সময় লাগবে।

রাশিয়া হলো সাবেক পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের প্রধান অংশ। ভøাদিমির পুতিনের অধীনে দেশটি হারানো গৌরব অনেকাংশেই উদ্ধার করেছে। বর্তমান ধারা ধরে রাখতে পারলে রাশিয়া হতে পারবে পরাশক্তির দাবিদার।

তবে এই মুহূর্তে সবার চেয়ে এগিয়ে আছে চীন। আর সেজন্যই স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে সবাই।

চীনা কমিউনিস্ট পার্টি যে অসাধ্য সাধন করেছে, তা এককথায় বিরল। একটি গরিব দেশকে কয়েক দশকের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করাটা খুব সহজ কাজ ছিল না। বিপুলভাবে অত্যন্ত দক্ষ ও শিক্ষিত কর্মী বাহিনী দিয়ে তারা উৎপাদন ও বাণিজ্যে অন্যদের হারিয়ে দিয়েছে।

চীনা নেতৃত্ব কিন্তু সরকার পরিচালনার ব্যাপারে নতুন একটি দর্শনও উপহার দিয়েছে। দেশটির রাজনৈতিক ব্যবস্থা একজনকেন্দ্রিক (রাজতন্ত্রের মতো) নয় কিংবা পার্লামেন্টকেন্দ্রিক বিশালও নয়। পার্টি কংগ্রেসের সাতজনের একটি পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিই মূলত দেশটি পরিচালনা করে। রাজনৈতিক নেতৃত্ব নির্বাচিত হয় প্রতি পাঁচ বছর পরপর।

নিজস্ব ধারণার জনগণের কথাও তারা গ্রহণ করে। মতামত আদানপ্রদানের ব্যতিক্রমধর্মী ব্যবস্থাও তারা প্রতিষ্ঠা করেছে। এটাও তাদের এগিয়ে দিচ্ছে।

সেই নেতৃত্ব যখন সামরিক এবং অন্যান্য দিক দিয়েও একমাত্র পরাশক্তিকে চ্যালেঞ্জ করে, তখন সেটাকে খাটো করে দেখার উপায় নেই। চীন নিজেদের যোগ্যতা বলেই পরাশক্তির মর্যাদা অর্জন করেছে। ২০১২ সালে চীনা পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ওয়াং জিসি বলেছিলেন, অনেক চীনা কর্মকর্তা নিজেদের প্রথম শ্রেণীর শক্তি বিবেচনা করে। তারা আশা করে, অন্যরা সে অনুযায়ীই তাদের স্বীকৃতি দেবে। সেই স্বীকৃতি তারা এর মধ্যেই পেয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি