বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রিকস-বিমসটেকে পাকিস্তানকে একঘরে করার ধূর্ত চেষ্টা ভারতের: চীনা গণমাধ্যম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৬

china-media-550x417

ডেস্ক রিপোর্ট : ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে প্রতিবেশি দেশকে ধূর্ততায় পরাস্ত করতে চেয়েছিল ভারত। পাকিস্তানকে আঞ্চলিকভাবে একঘরে করার চেষ্টা চালিয়েছিল দেশটি। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্থান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ব্রিকস সদস্যরা ইন্দো-পাকিস্তান উত্তেজনা নিয়ে সরাসরি কোন মন্তব্য করেন নি। কিন্তু সম্মেলনে ভারতের পাকিস্তানকে একঘরে করার এক ঘেয়েমিপনা বক্তব্য দেখা যায়।

এতে আরো বলা হয়, উরি হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত ইসলামাবাদে সার্ক সম্মেলন বর্জন করায় তা স্থগিত হয়ে যায়। অন্যদিকে ভারত যে আঞ্চলিক গ্রুপের দেশগুলোর সাথে ইসলামাবাদে সম্মেলন করত তাদের থেকে পাকিস্তানকে বাদ দিয়ে বাকি দেশগুলোকে গোয়াতে একত্রিত করার বিরল সুযোগ পায়। ব্রাজিল, রাশিয়া,ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মিলিত ব্রিকস সম্মেলনে প্রধান উদীয়মান অর্থনীতির দেশ (বিমসটেক) বাংলাদেশ, শ্রীলংকা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, এবং ভুটানকে আমন্ত্রণ জানায় ভারত। ব্রিকস দেশের আয়োজক হওয়ার সুবাদে ভারত কৌশলগত সুবিধাও আদায় করে নেয়।

সূত্র: গ্লোবাল টাইমস, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি