বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » অবৈধ অভিবাসীদের বহিস্কার করবেন ট্রাম্প, অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ দেবেন হিলারি


অবৈধ অভিবাসীদের বহিস্কার করবেন ট্রাম্প, অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ দেবেন হিলারি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

 

ডেস্ক রিপোর্ট:

hillary_trump20160804110317ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন তিনি এমন একজনকে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ করবেন যিনি যুক্তরাষ্ট্রের সকলের পক্ষে দাঁড়াবেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান মেনে সঠিক লোককেই সুপ্রিম কোর্ট বিচারক করতে চান।

অস্ত্র রাখার ব্যাপারে ট্রাম্প বলেন অস্ত্র মালিকদের অধিকার হরনের চেষ্টা চলছে। হিলারি বলেছেন অস্ত্র রাখার অধিকার অব্যশ্যই আইনের আওতায় আনতে হবে।

অভিবাসন বিষয়ে ট্রাম্প বলেছেন সীমান্ত দেয়াল নির্মাণ করে অবৈধ অভিবাসীদের বহিস্কারের কথা। হিলারি বলেছেন সীমান্ত নিরাপত্তা বাড়িয়ে অবৈধ অভিবাসী অনুপ্রবেশ বন্ধ করে সহিংসতার সঙ্গে জড়িত অবৈধ অভিবাসীদের বহিস্কারেরর কথা এবং অভিবাসন আইন সংস্কার করে বাকি কাগজপত্রবিহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সুযোগ দেয়ার কথা।

এই মুহুর্তে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের মধ্যে তৃতীয় ও চুড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে নেভাদার লাস ভেগাসে।

৮ই নভেম্বর নির্বাচনের আগের সর্বশেষ এই বিতর্কের পূর্ব পর্যন্ত হিলারি ক্লিনটন জাতীয় নির্বাচনী জরিপে এগিয়ে রয়েছেন। এর আগে যার যার নির্বাচনী প্রচারণা সভায় একে অন্যকে ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে অযোগ্য বলে আখ্যা দিয়েছেন। ফক্স টেলিভিশনের উপস্থাপক ক্রিস ওয়ালেস সঞ্চালনা করছেন বিতর্ক।

আজকের বিতর্কে আলোচনায় আসছে অভিবাসন, সামাজিক সুবিধা ও দেশের ঋন, সুপ্রিম কোর্টের নিয়োগ, অর্থনীতি, পররাষ্ট্র নীতি এবং প্রেসিডেন্ট হিসাবে উভয় প্রার্থীর ফিটনেস।

সূত্র: ভয়েস অব আমেরিকা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি