বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হিলারি-ট্রাম্প তৃতীয় বিতর্ক, বিভিন্ন ইস্যু নিয়ে পারম্পরিক দোষারোপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০১৬

images-cms-image-000000902

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের বিতর্কের মঞ্চে শেষবারের মত মুখোমুখি দাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন। ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেসের সঞ্চালনায় বিতর্কের শুরু হল সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ নিয়ে।

এই প্রসঙ্গে হিলারি বলেন, সুপ্রিম কোর্ট একটি কেন্দ্রীয় বিষয়, এবং আদালতকে সাধারন মানুষের পাশে থাকতে হবে ।

অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে ট্রাম্প টেনে আনলেন শিকাগোর প্রসঙ্গ। বললেন, এখানে অস্ত্র নিয়ন্ত্রণের পরেও সন্ত্রাস, সহিংসতা কমেনি। তবে বাস্তবতা হচ্ছে শিকাগোর এই সহিংসতায় জড়িতরা পাশের ইন্ডিয়ানা থেকে অস্ত্র কিনে আনছেন, যেখানে অস্ত্র নিয়ন্ত্রিত নয়। এই সময় ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র বিস্তারের জন্য দায়ী করে হিলারী বলেন ‘একজন লোক যার হাত টুইট করার জন্য তিনি কখোনোই পারমাণবিক অস্ত্রের বাটনের ওপর তার হাত রাখতে পারেন না। এই সময় ট্রাম্প তাকে মিথ্যাবাদী বলে দাবি করলে হিলারী বলেন, আমি শুধু তোমাকেই কোট করছি। পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় এশিয়া সম্পর্কে তুমি বলেছিলে ‘এগিয়ে যাও’।

গর্ভপাত ইস্যুতে ট্রাম্প বলেন, গর্ভপাত মানে মায়ের গর্ভ থেকে বাড়ন্ত শিশুকে বের করে আনা। আর হিলারির কাছে জানতে চাওয়া হয় কেনো তিনি দেরিতে গর্ভপাত বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উত্তরে হিলারি বলেন, এটি পুরোপুরি একজন মায়ের সিদ্ধান্তের বিষয়।

রাশিয়া প্রসঙ্গ আসলে ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে আমার কখনোই দেখা হয়নি। ক্লিনটন বলেন, ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে ট্রাম্প হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের হাতের পুতুল। ট্রাম্প আমাদের জনগণের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিকে উৎসাহিত করছেনও পুতিনের হয়ে কাজ করছেন। ট্রাম্প বলেন, হিলারির রাশিয়া এবং চীন সম্পর্কে কোন ধারণা নেই। ট্রাম্প বলেন, তিনি পুতিনকে পছন্দ করেন না কারণ তিনি তার পথ হারাচ্ছেন।

ক্লিনটন বলেন, ওবামা অর্থনীতিকে রক্ষা করতে পদক্ষেপ গ্রহণ করেছেন। ট্রাম্প বলেন, হিলারী নির্বাচিত হলে আমরা বিরাট করের বোঝার নিচে চাপা পড়ব।

অভিবাসন প্রসঙ্গে প্রতিবারের ন্যায় এবারো অবৈধ অভিবাসীর প্রবেশ ঠেকাতে মেক্সিকান সীমান্তে দেয়াল নির্মাণের কথা তুললেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বলেন, ‘মেক্সিকান সীমান্তে আমি দেয়াল বসাতে চাই, আমাদের দেয়াল নির্মাণ প্রয়োজন।’

সূত্র: সিএনএন, এনবিসি নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি