বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্লাস্টিকের বোতলেই লুকিয়ে আছে ক্যান্সার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৬

plastic-bottle-550x306

ডেস্ক রিপোর্ট :

সারাদিনের নানা প্রয়োজনে হামেশাই যে প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয় তার মধ্যেই লুকিয়ে আছে মারণরোগ। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এ রকমই ভয়াবহ তথ্য।

জানা যাচ্ছে, শুধু ক্যান্সার নয় প্লাস্টিকের বোতলে থাকা রাসায়নিকের প্রভাবে ডায়াবেটিস, নার্ভের অসুখ, ওবেসিটিতে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা আছে।

কেন প্লাস্টিকের বোতল ব্যবহার করলে মারণরোগের প্রকোপে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে? জানা যাচ্ছে, এই প্লাস্টিকের বোতলে থাকে এন্ডোক্রাইন ডিসরাপটিং কেমিক্যালস (ইডিসি), যা শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে বা বিভিন্ন হরমোনকে নষ্ট করে। ফলে ডায়াবেটিস থেকে অটিজম বা নার্ভ ডিসঅর্ডারের মতো রোগ থাবা বসাতে পারে শরীরে। এমনকী আইকিউ নষ্ট করতে পারে এই ধরনের রাসায়নিক।

শুধু প্লাস্টিকের বোতলই নয়, প্রতিদিনের ব্যবহৃত নানা প্লাস্টিকের জিনিসে থাকে এই রাসায়নিক। যার মধ্যে আছে বাচ্চাদের খেলনাও। নিউ ইয়র্কের একদল বিজ্ঞানী প্রায় ৫০০০ জনের উপর সমীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

প্রখ্যাত এক মেডিকেল জার্নালে এ খবর প্রকাশ হওয়ার পর থেকেই শোরগোল পড়েছে। এর আগেও প্লাস্টিকের পানির বোতল ব্যবহারে নানা ক্ষতিকর প্রভাবের কথা উঠে এসেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি