রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে গাড়ির নকল যন্ত্রাংশ তৈরির কারখানা জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৬

105505chittagong
পূর্বাশা ডেস্কঃ

চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে বিভিন্ন ধরনের গাড়ির নকল যন্ত্রাংশ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে আকরব শাহ থানার বিশ্বব্যাংক কলোনিতে কারখানাটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ।
তিনি বলেন, কারখানায় অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনকে গ্রেপ্তারসহ সেখান কর্মরত সাত শ্রমিককে আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন যন্ত্রাংশ তৈরির মেশিনপত্র ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার রতন বড়ুয়া (৪২) কারখানার পরিচালক অমল বড়ুয়ার বড় ভাই বলে জানিয়েছে পুলিশ। আটক শ্রমিকদের কারও নাম-পরিচয় জানানো হয়নি।
অমলই কারখানাটি পরিচালনা করতেন জানিয়ে পুলিশ কর্মকর্তা পরিতোষ বলেন, অভিযানের সময় তাকে পাওয়া যায় নি।
“কারখানাটিতে কার, মাইক্রো, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করা হতো। সেখানে বিদেশ থেকে আনা বিভিন্ন ইঞ্জিন পার্টসের হুবুহু নকল করে তৈরি করা হয়।”
বৃহস্পতিবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কারখানাটি সিলগালা করা হবে বলেও জানান পরিতোষ।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি