রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেনীতে নির্বাচনের আগে সংঘর্ষ, গাড়িতে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

120253fani_kalerkantho_pic

পূর্বাশা ডেস্কঃ

ফেনীতে স্থগিত থাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে গোলাগুলিতে সাতজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে; আগুন দেওয়া হয়েছে দুটি প্রাইভেট কারে। রবিবার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী বাজার এলাকার এ ঘটনায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আজ সোমবার সকালে ফেনীর কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, পুলিশ দুটি গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছে। আহতদের বিষয়ে পুলিশের কাছে কোনো খবর নেই বলে তিনি জানান।

ধর্মপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী শাহাদাত হোসেন শাকা অভিযোগ করেন, রবিবার রাতে দুটি প্রাইভেট কারে তিনি তার সমর্থকদের নিয়ে আমতলী বাজারে গেলে তার ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা এলোপাতাড়ি ককটেল বোমা ও গুলি ছুড়লে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সরওয়ার মিয়াজি ও মাহবুবুল আলম বাবুল আহত হন। এছাড়া আমাদের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। গুলিবিদ্ধ দুইজনকে সদর হাসপতালে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।

অপরদিকে ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আজহারুল হক আরজু অভিযোগ করেন, শাহাদাত হোসেন শাকা ও জেলা যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টারের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী আমতলী এলাকায় এসে এলোপাতাড়ি গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। হামলায় নুরুল আবসার, মনির আহম্মদ ও সুমন নামে আমার তিন নির্বাচনকর্মী গুলিবিদ্ধ হন। পরে গ্রামবাসী তাদের ধাওয়া করে দুটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। এছাড়া গ্রামবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছে।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক অসীম কুমার সাহা জানান, রোববার রাতে ছয়জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে চলে গেছেন। সরওয়ার মিয়াজি নামে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ আছেন। প্রাইভেট কারে আগুনের বিষয়ে ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার জিয়া জানান, আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি গাড়ি পুড়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি